UPSC-র স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষায় শীর্ষস্থান অর্জন দুই বঙ্গতনয়ের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইউপিএসসি’র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষায় উজ্জ্বল বাংলা। সর্বভারতীয় এই পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে বাংলার দুই কৃতি। প্রথম স্থান পেয়েছেন আসানসোলের সিঞ্চনস্নিগ্ধ অধিকারী। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আউশগ্রামের বিল্টু মাজি।
সিঞ্চন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র, কলকাতার আইএসআই থেকে স্ট্যাটিস্টিক্সে স্নাতকোত্তর। বাবা প্রদীপ অধিকারী মাইন্স বোর্ড অব হেলথের কর্মী। মা সুজাতাদেবী গৃহবধূ। দ্বিতীয় স্থান অধিকার করা বিল্টু কৃষক পরিবারের সন্তান। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্সে স্নাতক পাশ করার পরই সংসারে অভাবের তাড়নায় কাজ যোগ দেন। পোস্ট অফিসে চাকরি পান তিনি। কাজের পাশাপাশি চলতে থাকে পড়াশোনা। এরপরই এল সাফল্য। তাঁদের সাফল্যের জন্য সমাজমাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।