← বিনোদন বিভাগে ফিরে যান
আবার ভুয়ো খবর! এবার তবলাসম্রাট জাকির হোসেনের প্রয়াণের খবর ছড়ালো গনমাধ্যমে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:জীবিত আছেন ওস্তাদ জাকির হুসেন ।
আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে এখনও চিকিৎসাধীন তবলাসম্রাট জাকির হুসেন। তাঁর শারীরিক অবস্থা সংকটজনক। তাঁর পরিবারের তরফে এ’কথা জানিয়েছেন আমির আউলিয়া। সমাজ মাধ্যমে আমির নিজেকে তবলাবাদকের ভাইপো হিসাবে পরিচয় দিয়েছেন।
হার্ট সংক্রান্ত সমস্যার কারণে জাকিরকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। তার ঘনিষ্ঠ বন্ধু, বাঁশিবাদক রাকেশ চৌরাসিয়া খবরটি নিশ্চিত করেছেন। একটি সূত্র আরও উল্লেখ করেছে যে ৭৩ বছর বয়সী এই সংগীতশিল্পী রক্তচাপের সমস্যায় ভুগছিলেন।
পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ তিনটি পুরস্কারই পেয়েছেন হুসেন। চলতি বছর গ্র্যামি পুরস্কার পেয়েছেন তিনি। বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম হিসেবে শক্তি ব্যান্ডের গানের অ্যালবাম দিস মোমেন্ট পুরস্কার পেয়েছে। সংশ্লিষ্ট ব্যান্ডের তবলাবাদক জাকির হুসেন।