রাজ্য বিভাগে ফিরে যান

প্রাণীজ প্রোটিন উৎপাদনে দেশে শীর্ষে বাংলা, সমাজ মাধ্যমে জানালেন মুখ্যমন্ত্রী

December 16, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্রমেই খাদ্য উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠছে বাংলা। প্রাণীজ প্রোটিন উৎপাদনে দেশে শীর্ষস্থান দখল করেছে বাংলা। ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশকে ছাপিয়ে এগিয়ে গিয়েছে বাংলা, খোদ কেন্দ্রের রিপোর্টেই মিলেছে সে ইঙ্গিত। সমাজ মাধ্যমে সুখবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারত সরকারের তথ্যানুসারে, বাংলাই দেশের সর্বোচ্চ মাংস উৎপাদক। যা দেশের ১২.৬২ শতাংশ। দুগ্ধ উৎপাদনেও শীর্ষে বাংলা। বার্ষিক বৃদ্ধির হার ৯.৭৬ শতাংশ। সেখানে জাতীয় গড় ৩.৭৮ শতাংশ। পোল্ট্রি ক্ষেত্রে ডিম উৎপাদনে বার্ষিক বৃদ্ধির হার ১৮.০৭ শতাংশ। ডিম উৎপাদনে জাতীয় গড় ৩.১৮ শতাংশ। সরকারের নানান প্রকল্প, কর্মসূচি ও কৃষকদের সাফল্যের কৃতিত্ব দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #animal protein, #West Bengal

আরো দেখুন