প্রযুক্তি বিভাগে ফিরে যান

শেয়ার ট্রেডিংয়ে সাইবার প্রতারণার ফাঁদ! খোয়া গেল সাড়ে চার হাজার কোটি টাকা

December 16, 2024 | < 1 min read

শেয়ার ট্রেডিংয়ে সাইবার প্রতারণার ফাঁদ! খোয়া গেল সাড়ে চার হাজার কোটি টাকা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শেয়ার ট্রেডিংয়ে বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাওয়া যাবে, এই টোপ দেখিয়ে লুটে নেওয়া হচ্ছে টাকা। সাইবার জালিয়াতদের পাতা ফাঁদে পা দিয়ে অনেকেই টাকা হারিয়েছেন। মোট পরিমাণ চার হাজার কোটি টাকার বেশি। ইন্ডিয়ান সাইবার ক্রাইম পোর্টালে জমা পড়া অভিযোগ থেকে এ তথ্য উঠে এসেছে। টাকা খোয়ানোর পরিমাণ বিগত বছরের তুলনায় চলতি বছর দ্বিগুণ হয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে বিনিয়োগ জালিয়াতি।

জানা যাচ্ছে, শেয়ার ট্রেডিংয়ে প্রতারণার ফাঁদ পেতে প্রতি সেকেন্ডে কয়েক লক্ষ টাকা রোজগার করছে সাইবার অপরাধীরা। দেশজুড়ে নেটওয়ার্ক ছড়িয়ে রয়েছে প্রতারকদের। শেয়ার ট্রেডিংয়ের নামে প্রতারণার সংখ্যা ঊর্ধ্বমুখী। কোন কোন শেয়ারে বিনিয়োগ করা লাভজনক, আম জনতাকে সেই সংক্রান্ত টিপস দিচ্ছে সাইবার জালিয়াতরা। বাড়তি লাভের আশায় টাকা বিনিয়োগ করে ঠকছেন সকলেই। ২০২৩ পর্যন্ত শেয়ার ট্রেডিংয়ের টোপ দিয়ে প্রতারণার পরিমাণ ছিল ২১০০ কোটি টাকা। ২০২৪ নভেম্বরে পরিমাণ দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ৪৬৩৬ কোটি টাকা। ২০২৩ শে অভিযোগ ছিল এক লক্ষের কাছাকাছি, চলতি বছরের নভেম্বর পর্যন্ত অভিযোগ হয়েছে ২ লক্ষ ২৮ হাজারেরও বেশি। চলতি বছরে এগারো মাসে জালিয়াতদের অ্যাকাউন্টে গিয়েছে ৩২১৬ কোটি টাকা। এক লক্ষ ৩৬ হাজারের বেশি অভিযোগ হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#cyber frauds, #share trading, #share trading app

আরো দেখুন