গ্রামীণ অর্থনীতির উন্নতিতে জেলায় জেলায় চলছে শিল্পের সমাধান ক্যাম্প
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গ্রামীণ অর্থনীতির উন্নত করতে শিল্পের সমাধান ক্যাম্প চালু করেছে রাজ্য সরকার। উত্তর ২৪ পরগনায় ২ ডিসেম্বর থেকে শিল্পের সমাধান ক্যাম্প শুরু হয়েছে। ২০ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্প চলবে। আনন্দধারা ক্রেডিট ক্যাম্পে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের ঋণপ্রদানের লক্ষ্যমাত্রা নেওয়া হয়। জানা গিয়েছে, মহিলাদের ইতিমধ্যেই ৯০ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে।
শিল্পক্ষেত্রের উন্নয়ন ঘটাতে শিল্পের সমাধান নামে নতুন কর্মসূচি নিয়েছে রাজ্য। বিভিন্ন ব্লক এলাকায় চলছে বিশেষ ক্যাম্প। প্রতিটি এলাকায় মাইকিং করে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। শিল্পের সমাধান ক্যাম্পে একাধিক পরিষেবা মিলছে। শিল্পক্ষেত্রে উন্নয়নকে গুরুত্ব দিতে চাইছে সরকার। মহিলাদের স্বনির্ভর করাই অগ্রাধিকার নবান্নের।
ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনায় শিল্পের সমাধান ক্যাম্পের মধ্যে দিয়ে ১৩০০ স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দিয়েছে জেলা প্রশাসন। ১৯০০ ঋণপত্র অনুমোদিত হয়েছে। ব্যাঙ্ক সরকারি নিয়ম মেনে ৯০ কোটি টাকার ঋণ অনুমোদন করা হয়েছে। শিল্পের সমাধান ক্যাম্পের জন্য বিভিন্নভাবে বুথস্তর পর্যন্ত প্রচার করা হয়েছিল। ক্যাম্পে মহিলাদের সাড়া মিলছে। স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা কিছুটা হলেও বেড়েছে। উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদকুমার দ্বিবেদী জানান, রাজ্য সরকারের নির্দেশ মতো ক্যাম্পে ছোট ও বড় উদ্যোগপতিদের আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা। শিল্পের প্রতি ঝোঁক বাড়াতে মহিলাদের ঋণপ্রদান করা হচ্ছে।