কুম্ভমেলা উপলক্ষে IRCTC-র বিশেষ প্যাকেজ
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুরু হয়ে গিয়েছে ২০২৫ সালের মহাকুম্ভ মেলার কাউন্টডাউন। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে, ১৩ জানুয়ারি পৌষ পূর্ণিমা থেকে ২৬ ফেব্রুয়ারি মহাশিবরাত্রি পর্যন্ত চলবে এই মহোৎসব। ঐতিহ্যবাহী এই মানবমেলা উপলক্ষে গত কয়েক মাস ধরেই প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।
এবার প্রয়াগরাজে একই সঙ্গে মহাকুম্ভ মেলা এবং অর্ধ কুম্ভ মেলা আয়োজিত হতে চলেছে। এর ফলে এবার পর্যটক সমাগমও হবে গতবারের তুলনায় কয়েক গুণ বেশি। এই কারণে মহাকুম্ভে আসা তীর্থযাত্রীদের যাতায়াত, থাকা-খাওয়া এবং আনুষঙ্গিক নানান পরিষেবার দিকে বিশেষ নজর দিয়েছে প্রশাসন। মহাকুম্ভ মেলা উপলক্ষে এরই জেরে একগুচ্ছ পরিষেবা ঘোষণা করেছেন রেলমন্ত্রী।
তীর্থযাত্রীদের সুবিধার জন্য প্রয়াগরাজে তৈরি করা হচ্ছে টেন্ট সিটি। আইআরসিটি’র তত্ত্বাবধানে এই টেন্ট সিটি তৈরি করা হবে মেলা প্রাঙ্গণ থেকে ৪ কিলোমিটার দূরে।
রেলের উচ্চপদস্থ কর্তারা জানিয়েছেন মহাকুম্ভ মেলা উপলক্ষে অস্থায়ী শিবির তৈরি করার জন্য প্রায় ২৫ একর জমি ভাড়া নেওয়া হয়েছে। ডিলাক্স ও প্রিমিয়াম ক্লাস এই দু-ধরনের তাঁবু তৈরি করা হবে কুম্ভক্ষেত্রে। ডিলাক্স তাঁবুর ভাড়া নির্ধারণ হয়েছে ১২০০০ টাকা ও প্রিমিয়াম ক্লাসের ভাড়া ১৮০০০ টাকা রাখা হবে।
তীর্থ যাত্রীরা এই টেন্ট ভাড়া নিতে পারবেন ১০ জানুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। পাশাপাশি আইআরসিটিসির তরফ থেকে নিয়ে আসা হচ্ছে ‘মহাকুম্ভ পুণ্যক্ষেত্র’ নামক একটি তীর্থ ভ্রমণ প্যাকেজও। সংস্থার পক্ষ থেকে এই প্রথম ট্রেনে করে মহাকুম্ভ নিয় যাওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি যাত্রা শুরু হবে এই প্যাকেজের।
৫ রাত, ৬ দিনের এই প্যাকেজ। যাত্রা শুরুর পর প্রথমে থাকছে বেনারস ভ্রমণ। তার পর অযোধ্যা দর্শন করে মহাকুম্ভে স্নান করার সুযোগ পাবেন যাত্রীরা। কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করে এই ট্রেন ব্যান্ডেল, বর্ধমান, বোলপুর, রামপুরহাট, দুমকা, হাসডিহা, সুলতানগঞ্জ হয়ে পৌঁছবে বেনারস। থ্রি এসি ও স্লিপার কোচের এই ট্রেনে সবমিলিয়ে ৭৮০ জন যাত্রী যাত্রা করার সুযোগ পাবেন।