রাজ্য বিভাগে ফিরে যান

‘সুপার’ আলট্রা মাইক্রোস্কোপ পেল NRS ও SSKM

December 16, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এনআরএস মেডিক্যাল কলেজ এবং পিজি হাসপাতাল পেল প্রায় ২ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক আলট্রা মাইক্রোস্কোপ। দুই হাসপাতালের প্লাস্টিক সার্জারি বিভাগ এই মাইক্রোস্কোপ পেয়েছে।

চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় মাইক্রোভাসকুলার সার্জারিতে এমন মাইক্রোস্কোপের প্রয়োজন পড়ে।
কারখানায় কাজ করতে গিয়ে ছিন্নভিন্ন হাত, সবজি কাটতে গিয়ে আঙুলে কোপ, চোখে দেখা যায় না এমন ফোস্কা, মুখগহ্বরের মারাত্মক সব ক্যান্সারাস টিউমার, অগ্নিদগ্ধ ক্ষতস্থানের অপারেশনে ফ্ল্যাপিংমাইক্রোস্কোপের সাহায্য প্রয়োজন হয়। চিকিৎসকরা জানান, খালি চোখে অতিসূক্ষ্ম রক্তনালী, শিরা ও ধমনি দেখা যায় না। নার্ভ সেলাই করা অসম্ভব হয়ে পড়ে। তাতে আধুনিক মাইক্রোস্কোপের দরকার পড়ে। অস্ত্রোপচারে ভুল হওয়ার আশঙ্কা অনেক কমে যায়।

এনআরএস সদ্য পেয়েছে মাইক্রোস্কোপটি। পিজি পেয়েছে কয়েকমাস আগে। এনআরএসের বিভাগীয় প্রধান ডাঃ ভি পদ্মিনী সাহা জানান, স্বাস্থ্যদপ্তর এবং কলেজ কর্তৃপক্ষের কাছে তাঁরা কৃতজ্ঞ। কোনওকিছুর অভাব রাখছেন না সরকার। এই যন্ত্র এসে পড়ায় জটিল থেকে জটিলতর অস্ত্রোপচার আগের চেয়ে কম সময়ে, কম রক্তপাতে ও সহজে করা যাচ্ছে। আধুনিক মাইক্রোস্কোপটি যথেষ্ট কাজে আসছে বলে জানিয়েছেন পিজির প্লাস্টিক সার্জারির প্রধানও।

TwitterFacebookWhatsAppEmailShare

#SSKM, #NRS, #hospital, #super ultra microscope

আরো দেখুন