দেশ বিভাগে ফিরে যান

রাজ্যসভার চেয়ারম্যান ধনখড়ের সঙ্গে আর রাজনৈতিক সৌজন্য নয়! বিরোধীদের একাংশ কী সিদ্ধান্ত নিচ্ছে?

December 16, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের আচরণে দীর্ঘদিন ধরে ক্ষুব্ধ বিরোধীরা। ধনখড়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিজেপি’র প্রতি আনুগত্য দেখাতে পক্ষপাত করেন। প্রায়শই বিরোধীদের বক্তৃতায় বাধা দেওয়া, বিরোধীদের বিতর্কের অনুমতি দিতে অস্বীকার করা এবং বিতর্কিত আলোচনার সময় বিজেপি’র পক্ষ নেওয়ার অভিযোগ ওঠে ধনখড়ের বিরুদ্ধে। এই ইস্যুতে রাজ্যসভায় ঐক্যবদ্ধ হয়ে ইন্ডিয়া জোট গত সপ্তাহে ধনখড়ের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে। শোনা যাচ্ছে, এবার কয়েকটি বিরোধীদল ঠিক করেছে, তারা এড়িয়ে যাবেন রাজ্যসভার চেয়ারম্যানকে। এক সঙ্গে চা পান, খাবার খাওয়া, আমন্ত্রণ রক্ষা করা ধনখড়ের সঙ্গে ইত্যাদির মতো সৌজন্যমূলক আচরণ থেকে তাঁরা বিরত থাকবেন।

বিরোধীদের একাংশের বক্তব্য, কেন্দ্রের শাসক দল দেশের সংসদকে কোনও রকম শ্রদ্ধা করে না। বিজেপি মনে করে সংসদভবন হল, ‘ডিপ ডার্ক চেম্বার’। যখন সংসদের বিরোধীরা কথা বলেন তখন সম্প্রচারে ধনখড়কে দেখানো হয়। ধনখড়ের সঙ্গে বিরোধীদের কোনও ব্যক্তিগত লড়াই নেই। তাঁদের অভিযোগ, ধনখড় রাজ্যসভার চেয়ারম্যানের পদে বসে পক্ষপাতমূলক আচরণ করেন। যা সংসদ ও সংবিধানের জন্য বিপদজনক। বিরোধীদের একাংশের সাফ যুক্তি, তাঁরা সংবিধানকে রক্ষা করতে চান। শোনা যাচ্ছে, কয়েকটি বিরোধী দল ঠিক করেছে তাঁরা ধনখড়কে কার্যত এড়িয়ে চলবেন। কেউ ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে দেখা করতেই পারেন।

সূত্রের খবর, ধনখড়ের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবকে ভাল চোখে দেখছে না গেরুয়া শিবিরের একাংশ। বিজেপির অন্দরের এনিয়ে কথা উঠছে। তৃণমূল সূত্রে খবর, এক প্রবীণ কেন্দ্রীয় মন্ত্রী দু-একটি বিরোধী দলের নেতাদের ব্যক্তিগত স্তরে জানিয়েছেন, দেশের উপরাষ্ট্রপতির মতো পদাধিকারীর জন্য অনাস্থা প্রস্তাব অত্যন্ত লজ্জাজনক।

TwitterFacebookWhatsAppEmailShare

#Jagdeep Dhankhar, #opposition

আরো দেখুন