দেশ বিভাগে ফিরে যান

সংবিধানের প্রস্তাবনা – বাংলাদেশে হিন্দু নির্যাতন, একাধিক ইস্যুতে সংসদে সরব তৃণমূল সাংসদরা

December 16, 2024 | 2 min read

— গ্রাফিক: মানস মোদক

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতীয় সংবিধান সংসদে গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে সংসদে বিশেষ আলোচনা চলছে। আজ সোমবার সংসদে একাধিক ইস্যুতে সরব হলেন তৃণমূল সাংসদেরা। রাজ্যসভা ও লোকসভায় দিনভর তাঁদের কন্ঠে উঠে এল যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বাংলাদেশে হিন্দু নির্যাতন সহ একাধিক ইস্যু। দেখে নিন একনজরে 

লোকসভা

1. সুদীপ বন্দ্যোপাধ্যায়: লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়  জিরো আওয়ারে বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সংসদে বিবৃতির দাবি করেছেন 

2. কল্যাণ বন্দ্যোপাধ্যায়: কল্যাণ বন্দ্যোপাধ্যায় জিরো আওয়ারে বাংলায় আইনশৃঙ্খলা সমীক্ষা চালানোর জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের বিপিআর অ্যান্ড ডি বেসরকারি সংস্থাগুলির নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি খতিয়ে দেখার কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, বেসরকারি সংস্থাগুলির নিয়োগ ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। 

3. মিতালী বাগ: মিতালী বাগ জিরো আওয়ারে বন্যা নিয়ন্ত্রণে ডিভিসির সঙ্গে যুক্ত নদীতে ড্রেজিং; আইসিডিএসের আওতায় মা ও শিশুদের জন্য ডায়েটে বরাদ্দ বাড়ানো এবং আইসিডিএস কর্মী ও হেলপারদের সম্মানজনক ভাতা বাড়ানোর কথা উল্লেখ করেছেন। 

4. সৌগত রায়: ২০২৪-২০২৫ সালের প্রথম ব্যাচ – অনুদানের জন্য সম্পূরক দাবি নিয়ে  বক্তব্য রেখেছেন সৌগত রায়।

5. সায়নী ঘোষ: ২০২৪-২০২৫ সালের সম্পূরক দাবি- প্রথম ব্যাচ নিয়ে বক্তব্য রেখেছেন সায়নী ঘোষও।

রাজ্যসভা

আজকের মূল বিষয়: ভারতীয় সংবিধানের প্রস্তাবনা 

1. সাকেত গোখল: ভারতের সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনার সময় ‘ন্যায়বিচার’ সম্পর্কে বক্তব্য রেখেছেন সাকেত গোখলে।

2. দোলা সেন:  ভারতের সংবিধান গ্রহণের ৭৫তম বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনায় ‘উই দ্য পিপল অব ইন্ডিয়া’ শীর্ষক ভাষণ রেখেছেন দোলা সেন। 

3.  প্রকাশ চিক বারাইক: ভারতের সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনায় প্রস্তাবনায় ‘সমাজতন্ত্র’ সম্পর্কে বক্তব্য রেখেছেন প্রকাশ চিক বারাইক। 

4. সামিরুল ইসলাম: ভারতের সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনায় প্রস্তাবনায় উল্লিখিত ‘গণতন্ত্র’কে কেন্দ্র করে সামিরুল ইসলামের বক্তব্য ছিল। 

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #tmc, #parliament winter session

আরো দেখুন