আগামী ২৮ জানুয়ারি শুরু হচ্ছে ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ৪৮তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হতে চলছে আগামী ২৮ জানুয়ারি থেকে। সোমবার বইমেলার সাংবাদিক বৈঠক হয়ে গেল। জানা গিয়েছে, প্রতিবারের মতো এবারও বইমেলার উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বছর বইমেলার ফোকাল থিম ‘কান্ট্রি জার্মানি’। জার্মানির প্রতিনিধি, বাংলার কবি, সাহিত্যিক, গুণীজন ও রাজ্যের মন্ত্রীরা উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকবেন।
সোমবার, ১৬ ডিসেম্বর সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতায় জার্মান কনসাল বারবারা এবং কলকাতার গ্যোয়েটে ইনস্টিটিউটের ডিরেক্টর ম্যাডাম অ্যাস্ট্রিড ভেগে। আন্তর্জাতিক কলকাতা বইমেলা কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক সুধাংশুশেখর দে এবং সভাপতি ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়।
জানা গিয়েছে, কলকাতা বইমেলায় এবার ১০০০টি স্টল থাকবে। মেলায় ৯টি গেট থাকবে। এবারের কলকাতা বইমেলার ফোকাল থিম ‘কান্ট্রি জার্মানি’, সেজন্য জার্মানি সাহিত্যিক গ্যোয়েটের নামে একটি গেটের নামকরণ করা হচ্ছে। আরেকটি গেটের নামকরণ করা হচ্ছে জার্মান ভাষাবিদ মাক্সমুলারের নামে।
বইমেলায় এবার কোনও হল থাকছে না। ইংরেজি বইয়ের প্রকাশকদের জন্য একটি বিশেষ স্থান নির্ধারিত করা হয়েছে। নিজেরাই নিজেদের স্টল বানিয়ে নেবেন তাঁরা। তাঁদের সুবিধার্থে স্টলের ভাড়াও বেশ কিছুটা কমানো হয়েছে। মেলার প্রথম রবিবার, ২ ফেব্রুয়ারি উদযাপিত হবে শিশু দিবস। দু-দিন পর; ৪ ফেব্রুয়ারি উদযাপিত হবে ‘চিরতরুণ’ বা সিনিয়র সিটিজেন দিবস। লেখক, প্রকাশক ও পাঠকদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হবে। লিটারেচার ফেস্টিভ্যাল হবে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি।
বইমেলায় নারায়ণ সান্যাল, সলিল চৌধুরী, ঋত্ত্বিক ঘটক, তপন সিনহা, অরুন্ধতী দেবীর জন্ম শতবর্ষ উদযাপিত হবে। কাজী নজরুল ইসলাম ও জীবনানন্দ দাশের ১২৫তম জন্মবর্ষ পূর্তি অনুষ্ঠানও উদযাপন করা হবে। কলকাতা বইমেলার একটি অ্যাপ আসতে চলেছে গুগল প্লে স্টোরে। অ্যাপ থেকে বইমেলা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে। গুগল লোকেশন অনুযায়ী খুঁজে পাওয়া যাবে পাঠকদের পছন্দের নির্দিষ্ট স্টল। মেলার সব গেটে একটি কিউ আর কোড দেওয়া হবে। তা স্ক্যান করে মেলার ডিজিটাল ম্যাপ এবং অংশগ্রহণকারীদের তালিকা পেয়ে যাবেন বই ক্রেতারা। বইমেলায় অংশগ্রহণ করছে প্রায় ২০টি দেশ।