অন্যের টালির ঘর দেখিয়ে আবাসের তালিকায় নাম তোলার অভিযোগ দোতলাবাড়ির মালিক CPI(M) নেতার বিরুদ্ধে
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: সর্বহারা দলের মহান নেতার বিরুদ্ধে উঠল মানুষের প্রাপ্য থেকে বঞ্চিত করার অভিযোগ। কালিয়াচকে ভুল তথ্য দিয়ে নিজের নাম আবাস তালিকায় নথিভুক্ত করার অভিযোগ উঠছে সিপিএম নেতার বিরুদ্ধে। বৈষ্ণবনগর থানা এলাকার বেদরাবাদ গ্রাম পঞ্চায়েতের লালাপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে। সিপিএমের লোকাল কমিটির সদস্য সন্দীপ লালার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। জেলাশাসক এবং বিডিওকে ই-মেইল করে অভিযোগ জানিয়েছে একাধিক গ্রাম পঞ্চায়েত সদস্য।
বাংলার বাড়ি প্রকল্পের তালিকায় নাম দেখা যায় লালাপাড়ার মহান সিপিএম নেতা সন্দীপের। পঞ্চায়েত সদস্যদের দাবি, সন্দীপের দোতলা বাড়ি রয়েছে। তারপরও অন্যজনের টালির বাড়ি দেখিয়ে চূড়ান্ত তালিকায় নিজের নাম তুলেছেন সিপিএম নেতা, এমনই অভিযোগ। অভিযোগ করেছেন, তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য চায়না দাস এবং পিঙ্কি মণ্ডল। তাঁদের কথায়, যোগ্যরা ঘর পাক। এভাবে দোতলা, তিনতলা বাড়ির মালিকের নাম আবাস তালিকায় থাকা অনুচিত। জেলাশাসককে অভিযোগ জানিয়ে, নাম বাতিলের অনুরোধও করা হয়েছে।
উল্লেখ্য, বাংলার বাড়ি প্রকল্পে টাকা ছাড়তে শুরু করেছে রাজ্য। আগামী ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে সকল উপভোক্তাকে প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে।