← খেলা বিভাগে ফিরে যান
গাব্বায় ফলো অনের লজ্জা থেকে রেহাই পেল ভারত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গাব্বায় ফলো অনের লজ্জা থেকে বাঁচাল ভারত। বুমরাহ ও আকাশ দীপের ব্যাটে ভর করে ফলো অন বাঁচায় ভারত। চতুর্থ দিনের শেষে ভারতের রান ৯ উইকেট হারিয়ে ২৫২। ১৯৩ রানে পিছিয়ে ভারত। নীতীশ এদিন আউট হয়ে যান মাত্র ১৬ রানে। ব্যক্তিগত ৭৭ রানের মাথায় মিচেল মার্শকে ক্যাচ দিয়ে ফিরে যান জাদেজা।
শেষ পর্যন্ত দুই পেসার মাটি কামড়ে লড়লেন। ৬ উইকেট তোলার পর ব্যাট হাতেও ত্রাতা হলেন বুমরাহ। সঙ্গ দেন আকাশ দীপ। ব্যাটিংয়ে ফলো অনের গণ্ডি পেরিয়ে যায় ভারত। চতুর্থ দিনে ভারতের রান ৯ উইকেট হারিয়ে ২৫২। বুমরাহ অপরাজিত আছেন ১০ রানে, আকাশ দীপ ২৭ রানে অপরাজিত রয়েছেন।