← রাজ্য বিভাগে ফিরে যান
ডিসেম্বরের শীতে বাধা বৃষ্টি? কী বলছে আবহাওয়া দপ্তর?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে সপ্তাহ শেষে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের ৯ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।
আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে ফের বাড়বে তাপমাত্রা। ৪ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা। আগামীকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকবে। ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
দার্জিলিং সহ পার্বত্য এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সামান্য বাড়লেও এখনও কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গ। দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রিতে। কালিম্পং-র সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি।