বাংলার বাড়ি গ্রামীণ আবাস প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী, প্রথম ধাপে এর মধ্য়ে ১২ লক্ষ পরিবারকে টাকা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মঙ্গলবার নবান্ন সভাঘরের থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাংলার বাড়ি গ্রামীণ আবাস প্রকল্পের শুভ সূচনা হল। আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী জানান, প্রথম দফায় বাড়ি তৈরির ৬০ হাজার টাকা দেওয়া হচ্ছে এবং তারপর আরও ৬০ হাজার, মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী নবান্ন সভাঘরে ৪২ জন সুবিধাভোগীর হাতে চেক ও স্মারকপত্র তুলে দেন। তিনি বলেন, “৩-৪ দিনের মধ্যে বাকি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। রাজ্য কথা দিলে কথা রাখে, বলেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এর জন্য রাজ্যের মোট ১৪,৭৭৩ কোটি টাকা খরচ হচ্ছে কোটি টাকা খরচ হবে। যোগ্য সুবিধাভোগীদের হাতে টাকা তুলে দেওয়ার জন্য কড়া হাতে সার্ভে করা হয়েছে। প্রায় ৩৪ লক্ষ বাড়িতে সমীক্ষা চলেছে। নজর রেখেছেন প্রশাসনিক প্রধানরা। মুখ্যমন্ত্রী জানান, সমীক্ষা করে ২৮ লক্ষ যোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করা গিয়েছে। প্রথম ধাপে এর মধ্য়ে ১২ লক্ষ পরিবারকে টাকা দেওয়া হল। বাকি ১৬ লক্ষ পরিবারকে কেন্দ্র যদি টাকা না দেয় তাহলে রাজ্যই ব্যবস্থা করবে। ২০২৬ সালের আগে সকলকে দুই কিস্তিতে টাকা দেওয়া হবে।