দেশ বিভাগে ফিরে যান

আজ সংসদে পেশ হতে চলেছে ‘এক দেশ, এক ভোট’ বিল

December 17, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: আজ অর্থাৎ মঙ্গলবার সংসদে পেশ হতে চলেছে ‘এক দেশ, এক ভোট’ বিল। খবর পাওয়া যাচ্ছে, আজ দুপুর ১২টায় লোকসভায় এই বিল পেশ করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লি, জম্মু ও কাশ্মীর ও পুদুচেরির জন্য আলাদাভাবে পেশ হবে বিল। বিলের কপি সব সাংসদদের পাঠিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। বিলের বিরোধিতা করতে প্রস্তুত তৃণমূল। সূত্রের খবর, দলের তরফে হুইপ জারি করা হয়েছে; সমস্ত সাংসদকে উপস্থিত থাকতে হবে। অন্যান্য দলের তরফেও হুইপ জারি করা হয়েছে বলে খবর।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার মন্ত্রিসভা সংবিধান (১২৯ সংশোধনী) বিল, ২০২৪, এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন (সংশোধনী বিল), ২০২৪ অনুমোদন করে। শুক্রবার সন্ধ্যায় সেগুলি সাংসদদের কাছে পাঠিয়ে দেওয়া হয়।

এক দেশ এক ভোট নীতি প্রসঙ্গে, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স পোস্টে লেখেন, “সংসদে এখনও সংবিধান বিতর্ক চলছে, তা সত্ত্বেও আজ একটি সাংবিধানিক সংশোধনী বিল পেশ করার জন্য বিজেপির নির্লজ্জ প্রচেষ্টা গণতন্ত্রের উপর আক্রমণ থেকে কম নয়।”

আরও লেখেন, “এক দেশ এক ভোট বিলের মাধ্যমে জনগণের নিয়মিত ভোট দেওয়ার মৌলিক অধিকার হরণ করার প্রচেষ্টা চলছে। ভোটদান এমন একটি অধিকার যা সরকারকে দায়বদ্ধ রাখে ও অনিয়ন্ত্রিত ক্ষমতাকে বাধা দেয়। এটি কেবল একটি বিল নয়, পূর্বপুরুষদের আত্মত্যাগের মাধ্যমে তৈরি ভারতীয় গণতন্ত্রের ভিত্তির উপর সরাসরি আঘাত। বাংলা চুপ করে বসে থাকবে না। আমরা ভারতের আত্মাকে রক্ষা করতে এবং গণতন্ত্র বিরোধী কাজের বিরুদ্ধে লড়াই করবো।”

TwitterFacebookWhatsAppEmailShare

#Parliament, #One Nation One Vote, #bill, #Winter Session

আরো দেখুন