পূরণ হচ্ছে না টার্গেট! সদস্য করতে গায়ে হলুদের অনুষ্ঠানেও হানা BJP-র
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বার বার বাড়ছে সময়সীমা, কিন্তু সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রায় পৌঁছনো সম্ভব হচ্ছে না। বঙ্গ বিজেপির পক্ষে এ কাজে যে অসম্ভব তাও বুঝে ফেলেছেন কেন্দ্রীয় নেতারা। চাপ বাড়িয়েছেন। অগত্যা চাপের জেরে বিজেপি বিধায়ক, সাংসদরা মাঠে নেমে পড়েছেন।
যাঁকে, তাঁকে মোবাইল থেকে মিসড কল দেওয়া করাচ্ছেন। গ্রামবাংলায় আরও বেশি করে দেখা যাচ্ছে এমন অবস্থা। বাংলার মানুষ এখন আর বিজেপির দিকে ঝুঁকছেন না বলেও রিপোর্ট পেয়েছেন কেন্দ্রীয় নেতারা। অভিনব পথ বেছে নিয়েছেন বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য।
বিয়েবাড়িতে গিয়ে নববধূকে বিজেপির সদস্য করতে দেখা গিয়েছে তাঁকে। বিয়েবাড়ি থেকে তখন মিসড কল দিতে দেখা গিয়েছিল শমীক ভট্টাচার্যকে। এবার আর বিয়েবাড়ি নয়। গায়ে হলুদের সময়ই হবু বধূর মোবাইল থেকে মিসড কল দিয়ে বসলেন শমীক ভট্টাচার্য। এসব করেও কি এক কোটি সদস্য সংগ্রহ করা বিজেপির পক্ষে সম্ভব? উত্তর মিলতে অপেক্ষা করতে হবে ৩১ ডিসেম্বর তারিখ পর্যন্ত।
রবিবার হাওড়ার এক বাড়িতে হাজির হন শমীক ভট্টাচার্য। শিবপুরের সেই বাড়িতে গায়ে হলুদের সময় পাত্রী গুঞ্জরী গুপ্তকে বিজেপির সদস্য করালেন শমীক। মধ্য হাওড়ার ৩৩ নম্বর ওয়ার্ডের ২১৭ নম্বর বুথের অন্তর্গত বাড়িতে গিয়েছিলেন শমীক ভট্টাচার্য। এই বাড়িতে বিয়ের তোড়জোড় চলছিল। পাত্রী গুঞ্জরী গুপ্ত পেশায় ইঞ্জিনিয়ার। ১৭ নভেম্বর কামারহাটির বিয়েবাড়িতে গিয়েও নববধূকে বিজেপির সদস্য করিয়ে ছিলেন শমীক ভট্টাচার্য।