দেশ বিভাগে ফিরে যান

দেশের গণততন্ত্র, ধর্মনিরপেক্ষতা থেকে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার মতো একাধিক ইস্যুতে সংসদে সরব তৃণমূল

December 17, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি:  ভারতীয় সংবিধান সংসদে গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে সংসদে বিশেষ আলোচনা চলছে। আজ মঙ্গলবার সংসদে একাধিক ইস্যুতে সরব হলেন তৃণমূল সাংসদেরা। রাজ্যসভা ও লোকসভায় দিনভর তাঁদের কন্ঠে উঠে এল যুক্তরাষ্ট্রীয় কাঠামো, গণততন্ত্র, ধর্মনিরপেক্ষতা থেকে বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার মতো একাধিক ইস্যু। দেখে নিন একনজরে

লোকসভা

কল্যাণ বন্দ্যোপাধ্যায়: সংবিধান (একশত উনবিংশ সংশোধনী) বিল ২০২৪-এর ভূমিকার বিরোধিতা করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকার উপকূলীয় পুলিশকে কোনও প্রশিক্ষণ দিয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন।

সুদীপ বন্দ্যোপাধ্যায়: একশো দিনের কাজ, আবাস যোজনায় বাংলার প্রাপ্য অর্থ কন্দ্র কেন আটকে রাখা হয়েছে তার ব্যাখ্যা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে জানতে চান।

প্রতিমা মণ্ডলে: গোয়া রাজ্য বিল, ২০২৪-এ বিধানসভা কেন্দ্রগুলিতে তফসিলি উপজাতিদের প্রতিনিধিত্বের পুনর্বিন্যাস নিয়ে বক্তব্য রাখেন।

রাজ্যসভা

মমতা ঠাকুর: ভারতের সংবিধানের ৭৫তম বার্ষিকীতে বিশেষ আলোচনার সময় ‘ভারতীয় প্রজাতন্ত্র’ নিয়ে বক্তব্য রাখেন।

সুস্মিতা দেব: ভারতের সংবিধান গ্রহণের ৭৫তম বার্ষিকীতে বিশেষ আলোচনা পর্বে প্রস্তাবনায় উল্লিখিত ‘সমতা’ বিষয়ে বক্তৃতা দেন।

মৌসম বেনজির নূর: ভারতের সংবিধানের ৭৫তম বার্ষিকীতে বিশেষ আলোচনার সময় ‘স্বাধীনতা’ বিষয়ে বক্তব্য রাখেন।

নাদিমুল হক: ভারতের সংবিধানের ৭৫তম বার্ষিকীতে বিশেষ আলোচনার সময় ‘ধর্মনিরপেক্ষতা’ বিষয়ে বক্তব্য রাখেন।

সাগরিকা ঘোষ: ভারতের সংবিধানের ৭৫তম বার্ষিকীতে বিশেষ আলোচনার সময় ‘সার্বভৌমত্ব’ নিয়ে বক্তব্য রাখেন।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়: ভারতের সংবিধানের ৭৫ তম বার্ষিকীতে বিশেষ আলোচনার সময় জাতীয় সঙ্গীতের উপর বক্তব্য রাখেন।

ডেরেক ও’ব্রায়েন: ভারতের সংবিধানের ৭৫তম বার্ষিকীতে বিশেষ আলোচনার সময় নিজের বক্তব্য রাখেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#tmc, #parliament winter session

আরো দেখুন