দেশ বিভাগে ফিরে যান

EVM ইস্যুতে নাম না করে কংগ্রেসকে কী বার্তা অভিষেকের?

December 17, 2024 | < 1 min read

অভিষেক বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ইভিএম-এ কারসাজির অভিযোগে বারবার সরব হয় কংগ্রেস৷ কংগ্রেসের এহেন অভিযোগকে প্রতিবারই ভিত্তিহীন বলে নাকচ করেছে নির্বাচন কমিশন৷ এবার ইভিএম ইস্যুতে নাম না করে কংগ্রেসকে বিঁধলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ নাম না করে জোটসঙ্গীকে অভিষেকের পরামর্শ, শুধু মুখে অভিযোগ না-তুলে ইভিএমে কারসাজির প্রমাণ নিয়ে নির্বাচন কমিশনে জমা দেওয়া হোক৷

অভিষেক বলেন, “যাঁরা ইভিএম নিয়ে অভিযোগ করছেন, ইভিএমে কী সমস্যা রয়েছে, তার নমুনা নির্বাচন কমিশনে গিয়ে পেশ করা উচিত তাদের৷ খামখেয়ালি অভিযোগ করলে হবে না৷ প্রমাণ হিসেবে ইভিএম-এ গোলমালের কোনও ভিডিও থাকলে তা কমিশনে জমা দেওয়া উচিত৷ কমিশন তো সবাইকেও ডেকেছিল৷”

অভিষেক আরও বলেন, তিনি একেবারে নিচুতলায় থেকে নির্বাচন পরিচালনা করেছেন৷ মক পোলের সময় বুথ কর্মীরা ইভিএম পরীক্ষা করেন৷ ভোট গণনার সময় ১৭সি ফর্মও মিলিয়ে দেখা হয়৷ তাঁর মতে, ইভিএম সংক্রান্ত অভিযোগের কোনও সারবত্ত্বা নেই।

অভিষেক অবশ্য বলেছেন, যদিও কারও মনে ইভিএম সত্যিই হ্যাক করা সম্ভব, তাহলে কোনও প্রযুক্তি অথবা ম্যালওয়্যার ব্যবহার করে তা করা সম্ভব, নির্বাচন কমিশনে গিয়ে তা দেখিয়ে আসা উচিত৷ তা সম্ভব না-হলে ইভিএম-এর বিশ্বাসযোগ্যতা নিয়ে নাম-না করে কংগ্রেস নেতাদের আন্দোলনে নামার পরামর্শও দিয়েছেন অভিষেক৷

ইন্ডিয়া জোটের আর এক শরিক জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহও ইভিএম নিয়ে কংগ্রেসের তোলা অভিযোগকে খারিজ করে দিয়েছিলেন৷ ইভিএম ইস্যুতে ইন্ডিয়া জোটেই কংগ্রেস কার্যত কোণঠাসা হয়ে পড়ছে৷

TwitterFacebookWhatsAppEmailShare

#Congress, #Parliament, #abhishek banerjee, #tmc, #evm issue

আরো দেখুন