রাজ্য বিভাগে ফিরে যান

বাংলা এখন শিল্পের জন্য আদর্শ জায়গা, ইনফোসিসের নতুন ক্যাম্পাস উদ্বোধনী অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী

December 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার নিউটাউনের হাতিশালায় ইনফোসিসের নতুন ক্যাম্পাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭ একর জমির উপরে তৈরি ক্যাম্পাসে অন্তত ৪ হাজার কর্মসংস্থান হবে। প্রযুক্তিক্ষেত্রে রাজ্যে আরও কর্মসংস্থান হবে বলেই আশা মুখ্যমন্ত্রীর।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলায় এখন শিল্পের জন্য আদর্শ জায়গা। একাধিক সংস্থা বাংলায় শিল্প গড়েছে আগামী দিনেও তৈরির জন্য ইচ্ছা প্রকাশ করেছে। এর মধ্যে একাধিক তথ্য প্রযুক্তি সংস্থা রয়েছে। আমরা ইউএসএ-র স্টাইলে এখানে দু’হাজার একর জমির ওপর সিলিকন ভ্যালি তৈরি করেছি। যেখানে ২৭ হাজার কোটি টাকার লগ্নি হয়েছে। ২৫ হাজার আইটি জব তৈরি হয়েছে। ২৮ টি কোম্পানি ইতিমধ্যে সেখানে কাজ শুরু করেছে। আরও ৪০টি কোম্পানি কাজ শুরু করেছে। এছাড়াও ১১টি কোম্পানি কাজ তৈরির আগ্রহ প্রকাশ করেছে।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, বাংলায় দক্ষ এবং অভিজ্ঞ কর্মীরা রয়েছেন। প্রতিভার নিরিখে বাঙালিরা ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে এগিয়ে রয়েছেন। বিশ্বের সর্বত্র নানা পরিসরে কাজ করছেন বাংলার ছেলেমেয়েরা। চলতি বছরেও বাংলার প্রায় ৪৫ হাজারেরও বেশি ইঞ্জিনিয়ার নানা তথ্যপ্রযুক্তি সংস্থায় কাজে যোগ দিয়েছেন। পাশাপাশি, তথ্যপ্রযুক্তি শিল্পের জন্য দ্রুতগতির ইন্টারনেটের ব্যবস্থাও করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। এক কালে আকছার বিদ্যুৎবিভ্রাটের ঘটনা ঘটত। মুখ্যমন্ত্রীর দাবি, এখন সেই সমস্যারও সমাধা করেছে সরকার। এ ছাড়াও, বাংলায় ক্রমবর্ধমান চাহিদা, নিরবচ্ছিন্ন এবং পর্যাপ্ত বিদ্যুতের জোগান, কাজের পরিবেশ, কম উৎপাদন খরচ-সহ একাধিক সুবিধা রয়েছে। ফলে বাংলায় শিল্পের অনুকূল পরিকাঠামো রয়েছে। সে কারণেই পশ্চিমবঙ্গ দেশের অন্যতম ‘আইটি-হাব’ হয়ে উঠতে পেরেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এর পরেই মমতা বলেন, ‘‘আপনারা বঙ্গে আরও বিনিয়োগ করুন। সরকার সব রকম সহযোগিতা করবে।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#CM Mamata Banerjee, #employment, #IT Industry, #IT IT Sector, #infosys Inauguration, #Mamata Banerjee

আরো দেখুন