রাজ্য বিভাগে ফিরে যান

এই প্রথম ইতিহাস ও ঐতিহ্যের সবচেয়ে বড় উৎসব, নতুন করে সাজছে শ্রীরামপুর

December 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আগামী ২১ ডিসেম্বর শুরু হবে হেরিটেজ উৎসব। সেজে উঠেছে একদা পর্তুগিজদের উপনিবেশ শ্রীরামপুরে। চলবে ২ জানুয়ারি পর্যন্ত। আলোর মালায় ভরে উঠেছে সেন্ট ওলাভ চার্চ, গঙ্গাপাড়ের রাজপথ। সাজানো চলছে সাবেক দিনেমার গভর্নর হাউস, ডেনিস ট‍্যাভার্ন। এছাড়াও সেজে উঠেছে শ্রীরামপুর কলেজ সহ শহরের দীর্ঘ এলাকার নানান স্থাপত্য।

বাংলায় রেস্তরাঁ ব্যবসার সূত্রপাত ঘটেছিল শ্রীরামপুরের ডেনিস ট‍্যাভার্নকে কেন্দ্র করে। শ্রীরামপুরেই প্রথম বাংলা ছাপার হরফের জন্ম। দেশের প্রথম বিশ্ববিদ্যালয়ও এখানে নির্মিত হয়েছিল। ইউনেস্কো স্বীকৃত একমাত্র গির্জা সেন্ট ওলাভ গির্জাও রয়েছে এখানে।

জানা গিয়েছে, বড়দিন এবং নতুন বছর উপলক্ষ্যে পর্যটকদের জন্য শ্রীরামপুর হেরিটেজ উৎসবের আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যেই এই হেরিটেজ উৎসবকে চিরস্মরণীয় করতে প্রস্তুতি তুঙ্গে। এই উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠানে বসবে সুফি সঙ্গীত থেকে ঠুংরি, খেয়াল এবং টপ্পার আসরও। যা দেখতে বিদেশিদের আসার সম্ভাবনাও রয়েছে বলা খবর মিলেছে।

হেরিটেজ উৎসব হলেও এখন থেকেই আলোকসজ্জায় শ্রীরামপুর কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে চাইছে কলকাতার পার্ক স্ট্রিটকে। ইতিহাস ও ঐতিহ্যের এই উৎসবের আসরে থাকছে খাবারের স্টল থেকে ধ্রুপদী সঙ্গীতের আসর। এছাড়া, লখনৌ থেকে আনা হচ্ছে কাওয়ালি দল। এদিন জনসাধারণের জন‍্য খুলে দেওয়া হবে দিনেমার গভর্নর হাউসের মিউজিয়ামও। কার্যত, উৎসব নগরীর চেহারা নিতে চলেছে শ্রীরামপুর। জানা গিয়েছে, এই উৎসবের পুরো পরিকল্পনার পিছনে রয়েছে শ্রীরামপুর পুরসভা।

TwitterFacebookWhatsAppEmailShare

#Serampore, #Christmas 2024, #Heritage Festival

আরো দেখুন