খেলা বিভাগে ফিরে যান

ড্র হল বৃষ্টিবিঘ্নিত ব্রিসবেন টেস্ট, চ্যাম্পিয়নশিপ ফাইনালের আশা জিইয়ে রাখল ভারত

December 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পঞ্চম দিনেও বাধা হয়ে দাঁড়িয়েছিল ব্রিসবেনের আবহাওয়া। শেষ পর্যন্ত ড্র হল বৃষ্টিবিঘ্নিত গাব্বা টেস্ট। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজ আপাতত ১-১ ব্যবধানেই দাঁড়িয়ে রয়েছে। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার রাস্তা ভারতের সামনে অনেকটাই কঠিন হয়ে গেল।

ব্রিসবেনে প্রথম দিন থেকেই ভুগিয়েছে বৃষ্টি। শেষদিনও তার পিছু ছাড়ল না। পঞ্চমদিন জয়ের জন্য ২৭৫ রান করতে হত ভারতকে। রোহিতরা জয়ের জন্য ঝাঁপাবে নাকি, টেস্ট ড্র করেই সন্তুষ্ট থাকবে, সেটাও দেখার বিষয় ছিল। কিন্তু সেটা দেখার আর সুযোগ মিলল না। খারাপ আবহাওয়া তো ছিল, সঙ্গে ছিল বজ্রপাতের আশঙ্কা। সব মিলিয়ে সময়ের বেশ খানিকটা আগেই ম্যাচ ড্র ঘোষণা করে দেওয়া হয়।

প্রথম ইনিংসে ৪৪৫ রান করে অস্ট্রেলিয়া। বুমরাহর ৬ উইকেট সত্ত্বেও অজি ব্যাটিংয়ের কোমর ভাঙা যায়নি। স্টিভ স্মিথ করেন ১০১ রান। অন্যদিকে ট্র্যাভিস হেড করেন ১৫২ রান। ম্যাচের সেরাও তিনি। সেভাবে নজর কাড়তে পারেননি মহম্মদ সিরাজ, আকাশ দীপরা। ব্যাট করতে নেমেও বিপর্যয়ের শিকার হয় ভারত। ব্যর্থ হন বিরাট কোহলি, রোহিত শর্মারা। প্রথম দিকে ৮৪ রান করে ভরসা জোগান কেএল রাহুল। মাঝের সারিতে ভারতের ফলো অন বাঁচানোর জন্য লড়াই চালিয়ে যান। তিনি করেন ৭৭ রান। শেষবেলায় মাটি কামড়ে পড়ে থেকে ফলো অন বাঁচান জশপ্রীত বুমরাহ ও আকাশ দীপ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Australia, #Draw, #India, #Gabba Test

আরো দেখুন