উত্তরবঙ্গ বিভাগে ফিরে যান

উলোটপুরাণ! পড়ুয়ার চাপ সামলাতে দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে

December 18, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সরকারি প্রাইমারি স্কুল যখন পড়ুয়ার অভাবে ধুঁকছে, তখন একেবারে ভিন্ন ছবি জলপাইগুড়ির সদর বালিকা প্রাথমিক বিদ্যালয়ে। ছাত্রীদের চাপ সামলাতে দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হচ্ছে। আগামী শিক্ষাবর্ষ থেকে ওই ক্যাম্পাসে ক্লাস শুরুর চেষ্টা চলছে।

জলপাইগুড়ি সদর বালিকা প্রাথমিক বিদ্যালয়ে এখন পড়ুয়ার সংখ্যা ১,৩০৬ জন। স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, চিরাচরিত নিয়মের বাইরে বেরিয়ে পাঠ দেয় তারা। ছাত্রীর সংখ্যার নিরিখে বেসরকারি স্কুল বা আর পাঁচটা সরকারি স্কুলকে টেক্কা দেয় জলপাইগুড়ি সদর বালিকা প্রাথমিক বিদ্যালয়। জেলার প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামলচন্দ্র রায় জানান, জলপাইগুড়ি সদর বালিকা প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়ার সংখ্যা ১৩০০-র বেশি। স্কুলে ক্লাসরুমের সংখ্যা ১৬টি। শিক্ষিকা রয়েছেন ৩৫ জন। যে সংখ্যক পড়ুয়া রয়েছে, তাতে আরও ক্লাসরুম প্রয়োজন। তাই দ্বিতীয় ক্যাম্পাস চালুর চেষ্টা চলছে। জলপাইগুড়ি সদর বালিকা প্রাথমিক বিদ্যালয় করলা নদীর এক পাড়ে অবস্থিত। নদীর অন্যপাড়ে রয়েছে শিশুমহল প্রাথমিক ও শিশুমহল জুনিয়র স্কুল। সেগুলো ‘ডে স্কুল’। মর্নিংয়ে সদর বালিকা প্রাথমিকের ক্লাস করানোর কথা হচ্ছে।

জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক বলেছেন, জেলায় প্রাথমিক স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগ চলছে। তা মিটলেই সদর বালিকা প্রাথমিকের দ্বিতীয় ক্যাম্পাসের বিষয়টি চূড়ান্ত করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#jalpaiguri, #campus, #Primary school

আরো দেখুন