রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে প্রিভিলেজ নোটিশ পাঠাল তৃণমূল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বুধবার আম্বেদকরের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতির প্রতিবাদে তৃণমূল কংগ্রেস রাজ্যসভা স্লোগান দিতে দিতে থেকে ওয়াকআউট করে। সূত্রের খবর, এদিন দুপুরে রাজ্যসভায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে এই অর্থে প্রিভিলেজ নোটিশ পাঠাল তৃণমূল।
তৃনমূল কংগ্রেসের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন এদিন সংসদে দেওয়া বিবৃতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে রাজ্যের কাউন্সিলের কার্যপ্রণালী এবং ব্যবসা পরিচালনার নিয়মের বিধি ১৮৭-এর অধীনে বিশেষাধিকারের প্রশ্নের নোটিশ দায়ের করেছেন, ডাঃ B.R. আম্বেদকরের উত্তরাধিকার এবং সংসদের মর্যাদা নিয়ে মন্ত্রীর মন্তব্যর জন্য।
বুধবার রাজ্যসভায় সংবিধান-বিতর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, ‘‘এখন এক ফ্যাশন হয়েছে— আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এত বার যদি ভগবানের নাম নিত তবে সাত জন্ম স্বর্গবাস হত।’’ তিনি বলেন, ‘‘১০০ বার আম্বেদকরের নাম নেওয়া হয়, কিন্তু আমি বলতে চাই তাঁর প্রতি আপনাদের অনুভূতি কী?’’ তিনি আরও বলেন, ‘‘জওহরলাল নেহরুর সঙ্গে আম্বেদকরের অনেক মতপার্থক্য ছিল। সেই কারণে নেহরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন তিনি।’’
এর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমাজমাধ্যমে বলেছেন “মুখোশ খুলে গেছে!”
সংসদে সংবিধানের গৌরবময় ৭৫ বছরকে বেছে নিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ডক্টর বাবাসাহেব আম্বেদকরের বিরুদ্ধে অপমানজনক মন্তব্য করে কলঙ্কিত করতে, তাও গণতন্ত্রের মন্দিরে।
এটা বিজেপির বর্ণবাদী এবং দলিত-বিরোধী মানসিকতার প্রদর্শন। ২৪০টি আসন কমার পরও যদি তারা এভাবেই আচরণ করে, তাহলে তাদের ৪০০টি আসনের স্বপ্ন বাস্তবায়িত হলে তাদের কী ক্ষতি হতো তা কল্পনা করুন। তারা ডক্টর আম্বেদকরের অবদানকে সম্পূর্ণরূপে মুছে ফেলার জন্য ইতিহাস পুনর্লিখন করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য লক্ষাধিক মানুষের জন্য অপমান, যারা পথনির্দেশ ও অনুপ্রেরণার জন্য বাবাসাহেবের দিকে তাকিয়ে আছেন। কিন্তু যে দল ঘৃণা ও ধর্মান্ধতাকে অভ্যন্তরীণ করে তুলেছে তার থেকে আর কী আশা করা যায়?
ডঃ বাবাসাহেব আম্বেদকর হলেন সংবিধানের জনক, এই আপত্তিকর মন্তব্যটি কেবল তাঁর উপরই নয় বরং সংবিধানের খসড়া কমিটির সকল সদস্যের উপরই একটি আক্রমন, যা সমস্ত ধর্ম, বর্ণ, ধর্ম, জাতিসত্তা এবং সদস্যদের সাথে বৈচিত্র্যে ভারতের ঐক্যের প্রতীক।”