রাজ্য বিভাগে ফিরে যান

মেদিনীপুরের গোপগড় হেরিটেজ ও নেচার ইকো-ট্যুরিজম সেন্টারে ফের চালু হচ্ছে কটেজ পরিষেবা

December 19, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শীতের মরশুমে শহরের কোলাহল থেকে কিছুটা দূরে পরিবারের সঙ্গে নির্জনে সময় কাটাচ্ছেন অনেকেই। সেই কথা মাথায় রেখেই মেদিনীপুরের গোপগড় হেরিটেজ ও নেচার ইকো-ট্যুরিজম সেন্টারে ফের চালু হচ্ছে কটেজ পরিষেবা। এই কটেজে থাকতে পারবেন সাধারণ মানুষ। প্রতিটা কটেজ ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। বনদপ্তরের এই সিদ্ধান্তে খুশি ভিন জেলা থেকে আসা পর্যটকরাও।

বনদপ্তরের আধিকারিকদের কথায়, প্রায় দেড় বছর ধরে কটেজগুলো বন্ধ অবস্থায় পড়েছিল। এরফলে জঙ্গলে ঘেরা নেচার ইকো-ট্যুরিজম সেন্টারে থাকার ইচ্ছে থাকলেও নিরাশ হতে হতো। কটেজগুলো দীর্ঘদিন ধরেই বন্ধ অবস্থায় পড়েছিল। অবশেষে সেগুলো সংস্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর শহর থেকে কিছুটা দূরে প্রায় ৭৫ হেক্টর এলাকা জুড়ে রয়েছে বন দপ্তরের গোপগড় হেরিটেজ ও নেচার ইকো – ট্যুরিজম সেন্টার রয়েছে। এই ট্যুরিজম সেন্টারের ভিতরে রয়েছে কয়েক হাজার গাছ। চারিপাশে এই বিপুল পরিমাণ গাছের মাঝে বনভোজন ও বেড়াতে যাওয়ার জন্য এটি একটি আদর্শ জায়গা। এই ট্যুরিজম সেন্টারের ভিতরে বিশেষ ওয়াচ টাওয়ার, পিকনিক স্পট, ছোটদের খেলাধুলার নানা উপকরণ। জানা গিয়েছে, এই পার্কের ভিতরে রয়েছে একটি হেরিটেজ ভবন। শোনা যায়, মেদিনীপুরে উঁচু টিলার উপর একটি দুর্গ তৈরি করেছিলেন এক রাজা। সেই দুর্গ সকলের কাছে গোপগড় নামে পরিচিত।

TwitterFacebookWhatsAppEmailShare

#midnapore, #Gopgarh Heritage, #Eco-Tourism Centre, #cottage services

আরো দেখুন