অবিকল সুচিত্রা সেন! কে এই বাঙালি অভিনেত্রী?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে অভিনেত্রী আরাত্রিকা মাইতির একটি সাদাকালো ছবি। চোখে হালকা কাজল, ঠোঁটে মিষ্টি হাসি- মুহূর্তে ছবিটি অনেকের মনে সুচিত্রা সেনের স্মৃতি ফিরিয়ে এনেছে। দিন কয়েক আগে নিজের ফেসবুকে ছবিটি শেয়ার করেন আরাত্রিকা। ক্যাপশনে মাত্র একটি শব্দ- ‘‘এমনি।’’ কিন্তু তার ধারণাও ছিল না যে ছবিটি এভাবে সাবার মন কেড়ে নেবে। সোমবার রাতে পরিচালক রাজর্ষি দে ছবিটি নিজের ফেসবুকে পোস্ট করেন। ক্যাপশন লিখেছিলেন, ‘‘এই হাসিতেই শান্তি’’। পোস্টটি ভাইরাল হতে সময় লাগেনি।
সুচিত্রা সেনের পর তাঁর লুকে বাঙালিকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছেন মহানায়িকার নিজের রক্ত, তাঁর নাতনি রাইমা সেন এবং অভিনেত্রী পাওলি দাম। তবে তাঁর ছবি নিয়ে এত আলোচনা হবে ভাবতেই পাছেন না আরাত্রিকা।
আরাত্রিকা জানালেন, ‘বিশ্বাস করুন আমি ভাবিনি ছবিটা এইরকমভাবে সবার মনে দাগ কাটবে। বিশেষ কোনও উদ্দেশ্য নিয়ে ছবিটা তুলিনি। এটা কোনও শ্যুটের ছবি নয়। আলাদা করে মেকআপ করিনি। শ্যুটিং থেকে ফিরে, এমনি বাড়িতে একটু রেট্রো স্টাইলে চোখ এঁকেছিলাম। এরপর নিজের ফোনের ক্যামেরাতে সেলফিটা তুলেছি’।
অভিনেত্রী জানালেন, স্বর্ণযুগের বাংলা ছবির নায়িকাদের লুক তাঁর খুব পছন্দ। সেই কারণে সাদাকালো ছবি তুলতে ভালোবাসেন তিনি। সঙ্গে জানাতে ভুললেন না পুরোনো দিনের বাংলা ছবি দেখেন বলেই তিনি সেই নিয়ে খুব দ্বিগজ এমনটা নন। আরাত্রিকার কথায়, ‘আমি কায়দাবাজি করে ছবিটা তুলেছিলাম। এমন সাড়া পাব ভাবিনি’।
সুচিত্রা সেনের সব ছবিই আরাত্রিকার খুব প্রিয়। আলাদা করে বলেলন, ‘দেওয়া-নেওয়া, সপ্তপদী বহুবার দেখেছি। রিনা ব্রাউন চরিত্রটা আমার ফেভারিট। বাকি আমি তো নগণ্য, ওঁনাকে নিয়ে কী আর বলব’।