দেশ বিভাগে ফিরে যান

অমিত শাহের বিরুদ্ধে সংসদে স্বাধিকার ভঙ্গের নোটিশ দায়ের ডেরেককে ধন্যবাদ প্রকাশ আম্বেদকরের

December 19, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাবাসাহেব বি আর আম্বেদকরের নাতি প্রকাশ আম্বেদকর বুধবার অভিযোগ করেন যে সংবিধানের জনক সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘একই পুরানো মানসিকতার’ প্রতিফলন করেছে।

তাঁর মতে, বিজেপি ‘নিরাশ হয় থাকবে কারণ তারা ডঃ আম্বেদকরের কারণে ‘তাদের পরিকল্পনা পূরণ’ করতে পারেনি।

“বিজেপি অস্তিত্বে আসার আগে, সংবিধান গৃহীত হওয়ার সময় এর অগ্রদূত জন সংঘ এবং আরএসএস বাবাসাহেবের বিরোধিতা করেছিল,” প্রকাশ আম্বেদকর, যিনি বঞ্চিত বহুজন আঘাদির প্রধান, সংবাদ সংস্থাকে বলেছেন।

তিনি বলেন, শাহের বক্তব্য বিজেপির সেই পুরনো মানসিকতাকে সামনে নিয়ে এসেছে। “বিবৃতিতে নতুন কিছু নেই। তারা তাদের পুরানো পরিকল্পনা বাস্তবায়ন করতে পারছে না। কংগ্রেসের কারণে নয়, বাবাসাহেব আম্বেদকরের কারণে এবং তারা ক্রমাগত ক্ষোভ প্রকাশ করবে,” যোগ করেছেন প্রকাশ আম্বেদকর।

তিনি বলেছিলেন যে শাহের মন্তব্য থেকে বোঝা যায় যে একজনের ঈশ্বরকে শ্রদ্ধা করা উচিত, বি আর আম্বেদকরকে নয় কারণ সংবিধানের জনককে শ্রদ্ধা করার অর্থ বাক স্বাধীনতাকে মেনে নেওয়া।

গতকাল তৃণময়লের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বাবাসাহেব আম্বেদকরকে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ দায়ের করেন রাজ্যসভায়।

বৃহস্পতিবার প্রকাশ আম্বেদকর তৃণমূলের রাজ্যসভার সাংসদকে তাঁর এই কাজের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন যে তিনি খুশি যে ডেরেক এই ধরনের মানসিকতার বিরুদ্ধে যুদ্ধে স্টেকহোল্ডার।

TwitterFacebookWhatsAppEmailShare

#Br Ambedkar, #prakash ambedkar, #Derek O'Brien, #Amit shah, #tmc

আরো দেখুন