গা-হাত-পা ব্যথা, সর্দিকাশি-জ্বরে ঝটপট প্যারাসিটামল খাচ্ছেন? ক্ষতি করছেন না তো?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শীতের মরসুম হোক বা ঋতু বদলের সময় ছোট খাটো রোগের উপসর্গ লেগেই থাকে। যেমন গা-হাত-পায়ে যন্ত্রণা, গা ম্যাজম্যাজ করা, কিংবা জ্বর। আপনার ফার্স্ট এইড বক্স থেকে ঝটপট খেয়ে নিচ্ছেন প্যারাসিটামল। এরকমই অভ্যাস প্রায় বেশিরভাগ ভারতীয়র। কিন্তু সস্তার এই ওষুধের ঘন ঘন সেবনে অজান্তেই ডেকে আনছেন বিপদ। বলছে ব্রিটেনের নটিংহাম ইউনিভার্সিটির গবেষণা।
মাত্রাতিরিক্ত প্যারাসিটামল খেলে শরীরে কী কী ক্ষতি হতে পারে?
ব্রিটিশ গবেষদের মতে, প্যারাসিটামল মাত্রাতিরিক্ত খেলে লিভার ও কিডনিতে চাপ পড়ে। পেটের গোলমাল তো হবেই, কিডনিতে পাথরও জমতে পারে। আবার এর পার্শ্বপ্রতিক্রিয়ায় বমি বমি ভাব, মাথা ঘোরার মতো সমস্যাও দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে এই ওষুধ সেবনের ফলে ঘন হলুদ রঙের প্রস্রাব, তলপেটে তীব্র যন্ত্রণাও হতে পারে। যা কি না লিভার খারাপ হওয়ার লক্ষণ। কোনও কোনও ক্ষেত্রে অ্যালার্জিও দেখা দেওয়ার সম্ভাবনা।
তাদের গবেষণায় দেখা গিয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সিদের ক্ষেত্রে ঘন ঘন প্যারাসিটামল খাওয়ার ফলে আলসার ধরা পড়েছে। এমনকি, অনেককে কিডনির রোগেও আক্রান্ত হতে দেখা গিয়েছে। হার্টের অসুখ ও হাইপারটেনশনও দেখা দিয়েছে বেশ কিছুজনের। নটিংহাম বিশ্ববিদ্যালয়ের এক গবেষকের তথ্য বলছে, ২০১৮ সাল থেকে বহু আর্থ্রাইটিসের রোগীকে ক্রমাগত প্যারাসিটামল সেবন করিয়েও দেখা গিয়েছে তাঁদের গাঁটের যন্ত্রণার কোনও উপশম হয় নি। কয়েক জনের শরীরে নির্দিষ্ট মাত্রার প্যারাসিটামল কাজ করলেও বেশির ভাগ ক্ষেত্রে তা কাজ করেনি। তবে গবেষকদের মতে, প্যারাসিটামল এমনিতে নিরাপদ ডাক্তারদের পরামর্শে নির্দিষ্ট ডোজের প্যারাসিটামল খেলেই মিলবে উপকার।