সদস্য সংগ্রহে ডাহা ফেল! বারবার মেয়াদ বাড়িয়েও টার্গেটের ধারেকাছে পৌঁছচ্ছে না বঙ্গ BJP?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: একুশের বিধানসভা নির্বাচনে বাংলার মাটিতে ছন্দপতন ঘটেছিল বিজেপির, তারপর পৌরভোট, পঞ্চায়েত ভোট, চব্বিশের লোকসভা নির্বাচন এবং সদ্য সমাপ্ত উপনির্বাচন; কেবলই রক্তক্ষরণ হয়েছে বিজেপির। গেরুয়া দলের প্রতি মোহ কেটেছে আম বাঙালির। তাতেই বাংলায় বিজেপির সদস্য সংগ্রহ অভিযান মুখ থুবড়ে পড়েছে। গায়ে হলুদের আসরে পৌঁছে, রাস্তায় হাত ধরে টেনেও বঙ্গ বিজেপির নেতারা লক্ষ্য পূরণ করতে ফেল মেরেছেন! মানুষ আর মিসড কল দিতে চাইছেন না।
শোনা যাচ্ছে, সুকান্ত, অমিতাভ, শুভেন্দুর মতো রাজ্য নেতাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন পদ্মের কেন্দ্রীয় নেতা মঙ্গল পান্ডে। সদস্য সংগ্রহ অভিযান নিয়ে সম্প্রতি সল্টলেকে আয়োজিত কর্মশালায় মঙ্গল পান্ডের নাকি বলেছেন, সদস্য সংগ্রহে রাজ্য নেতৃত্ব ব্যর্থ হয়েছে। অমিত শাহ বাংলার জন্য ১ কোটি সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা দিয়ে গিয়েছিলেন। সময়সীমা ছিল নভেম্বর। এরাজ্যের নেতারা সময়সীমা বৃদ্ধির জন্য বায়না ধরেন। সময়সীমা ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তারপরও অভীষ্ঠ লক্ষ্যের ধারেকাছেও নাকি পৌঁছতে পারেনি পদ্ম পার্টি।
শোনা যাচ্ছে, এখনও পর্যন্ত বাংলায় বিজেপির সদস্য সংগ্রহ হয়েছে মাত্র ২৬ লক্ষ ৯৩ হাজার। তাই যদি হয়, তাহলে ১ কোটি সদস্য সংগ্রহের জন্য হাতে সময় আর মাত্র ১০-১২ দিন। শতাংশের হিসেব বলছে, এখনও পর্যন্ত বঙ্গের নেতারা ২৬.৬৩ শতাংশ সফল হয়েছেন। পাশ করতে নিদেন পক্ষে ৩৪ নম্বর দরকার। বছরের দেড়েকের মধ্যেই বঙ্গের ভোট। অন্দরের খবর, বাংলা দখলের স্বপ্ন দেখা গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা সদস্য সংগ্রহের হাল দেখে নাকি আঁতকে উঠেছেন।