রাজ্যকে অপমান, শতবর্ষের অনুষ্ঠান ‘বয়কট’ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিমানবন্দরের কর্মীরা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতা বিমানবন্দরের শতবর্ষের অনুষ্ঠানে বাংলার নির্বাচিত সরকারের প্রতি সৌজন্য দেখায়নি কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিবাদে শতবর্ষের অনুষ্ঠান ‘বয়কট’ করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা এয়ারপোর্ট অথরিটি এমপ্লয়িজ ইউনিয়ন। তাদের তরফে জানানো হয়েছে, স্থায়ী ও চুক্তি মিলিয়ে হাজারের উপরে কর্মী কলকাতা বিমানবন্দরের শতবর্ষের অনুষ্ঠান থেকে বিরত থাকবেন।কলকাতা বিমানবন্দরের শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে আগামী শনিবার একটি অনুষ্ঠানের পরিকল্পনা করেছে কেন্দ্র।
অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের মন্ত্রী ও রাষ্ট্রমন্ত্রী। শতবর্ষ উদযাপনের মতো গৌরবময় একটি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ সরকারকে যথাযথ সম্মান দিয়ে কেন্দ্র আমন্ত্রণ করেনি বলে প্রশ্ন উঠেছে। যা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। এই অবস্থায় বাংলার কড়া পদক্ষেপের কথা ঘোষণা করলেন এয়ারপোর্ট অথরিটি এমপ্লয়িজ ইউনিয়নের রিজিওয়ান সেক্রেটারি (মেট্রো) প্রদীপ সিকদার। বৃহস্পতিবার তিনি বলেন, আমরা সিদ্ধান্ত নিয়েছি শতবর্ষের অনুষ্ঠানে যাব না। কেন না বাংলাকে অপমান করা হয়েছে। বাংলার জনগণকে অপমানিত করেছে।
ইউনিয়নের কর্মীরা বলছেন, বিমানবন্দরের শতবর্ষ অনুষ্ঠান। ফলে আরও আকর্ষণীয়ভাবে সকলকে নিয়ে কেন্দ্র এই অনুষ্ঠান করতে পারত। কিন্তু আমরা খবর পেয়েছি, দিল্লির নির্দেশে অনুষ্ঠানের যাবতীয় পরিকল্পনা করা হয়েছে। প্রথমত, কর্মীদের আগে থেকে সঠিকভাবে অনুষ্ঠানের কথা জানানো হয়নি। প্রথম থেকেই গোপনীয়তা বজায় রাখা হয়েছিল। দ্বিতীয়ত, বাংলায় নির্বাচিত সরকার রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় পরপর তিনবারের নির্বাচিত মুখ্যমন্ত্রী। ফলে নবান্নকে এড়িয়ে গিয়ে কলকাতা বিমানবন্দরের শতবর্ষের অনুষ্ঠানের যাবতীয় আয়োজন করেছেন দিল্লির কর্তারা। প্রদীপ সিকদার উল্লেখ করেছেন, রেকগনাইসড ইউনিয়নের সাধারণ সম্পাদককে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে আমরা কেন যাব ওই অনুষ্ঠানে?