সারাঙ্গি খ্রীষ্টান মিশনারি গ্রাহামস স্টেইনস ও তাঁর দুই সন্তানকে হত্যা করতে উৎসাহ দিয়েছিলেন, বিস্ফোরক মহুয়া
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার উত্তাল হয়েছে সংসদ। বিজেপি এবং কংগ্রেস সাংসদদের মধ্যে রীতিমতো ধস্তাধস্তি হয়। সেই ঘটনায় বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারাঙ্গি আহত হয়েছেন। গেরুয়া শিবিরের অভিযোগ, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ধাক্কায় তিনি আহত হয়েছেন। এই নিয়ে শুরু হয়েছে জোর তরজা। এবার রাহুল গান্ধীর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করল কংগ্রেস। দলের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা রাহুলের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেছেন, অমিত শাহের মন্তব্য থেকে মনোযোগ সরানোর জন্য এটা বিজেপির ষড়যন্ত্র।
এরই মধ্যে এবার সেই প্রতাপ চন্দ্র সারাঙ্গিকে নিশানা করে বিস্ফোরক তির ছুঁড়লেন তৃণমূল এমপি মহুয়া মৈত্র। টেনে আনলেন সেই খ্রীস্টান মিশনারি গ্রাহামস স্টেইনসকে পুড়িয়ে হত্যা করার ঘটনা। মহুয়া এক্স হ্যান্ডেলে লিখেছেন, এই এমপি মিস্টার সারাঙ্গি রাহুল গান্ধী মস্তানি করেছেন বলে অভিযোগ তুলেছেন, তিনি হচ্ছেন সেই বজরং দলের কর্মী যিনি খ্রীষ্টান মিশনারি গ্রাহামস স্টেইনস ও তাঁর দুই সন্তান যে গাড়িতে ঘুমোচ্ছিলেন সেখানে জনতাকে এগিয়ে দেওয়া ও আগুন ধরানোর কাজে উৎসাহ দিয়েছিলেন বলে অভিযোগ।