কলকাতা বিভাগে ফিরে যান

BREAKING তপসিয়ায় ভয়াবহ অগ্নিকান্ড, ঘটনাস্থলে দমকলের ৮টি ইঞ্জিন

December 20, 2024 | < 1 min read

প্রতীকী ছবি

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। এবারেও ঘটনাস্থল তপসিয়া। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ৮টি ইঞ্জিন এবং প্রগতি থানার পুলিশ। বেলা সাড়ে ১২টা নাগাদ সায়েন্স সিটির কাছে তপসিয়ার বিএন রোডের কাছের ঝুপড়িতে আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। ঘটনাস্থলে হাজির হয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।

আগুন নেভাতে বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। বিপদ এড়াতে আশেপাশের বহুতল ফাঁকা করে দেওয়ার কাজ শুরু হয়েছে। দাউ দাউ করে জ্বলছে একের পর এক ঝুপড়ি। ঘিঞ্জি বস্তি এলাকায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা।

স্থানীয় সূত্রে খবর, একের পর এক বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। ঝুপড়িতে থাকা সিলিন্ডার ফাটার আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে শিশুরাও আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কীভাবে ওই এলাকায় আগুন লাগল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

TwitterFacebookWhatsAppEmailShare

#Kolkata, #Fire

আরো দেখুন