বিনোদন বিভাগে ফিরে যান

EXCLUSIVE মমতা লিখলেন ‘বড়দিনের গান’, গাইলেন শ্রীরাধা। শুনুন এখানে

December 20, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নানা উৎসবে নতুন গান লেখেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। ছবি আঁকেন, কবিতাও লেখেন। এবার খ্রীস্টমাসে তাঁর নতুন গান।

বৃহস্পতিবার পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের ‘কলকাতা ক্রিসমাস উৎসব’-এর উদ্বোধনী আসর সেই গানের আনুষ্ঠানিক প্রকাশ দেখল। মন্ত্রী ইন্দ্রনীল সেন এ দিন বলেন, ৩৬ ঘণ্টা আগে মুখ্যমন্ত্রী গানটা বেঁধে মোবাইলে পাঠান। শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় গানটি গেয়েছেন। একটু আগেও গানটার রেক্টিফিকেশন (মেরামতি) নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেন। তবে মনে হয় না মেরামতি লাগবে।’’

মমতা বলেন, ‘‘সব উৎসবে গান লিখি। এ বার হাঁটতে হাঁটতে বড়দিনের গানও লিখলাম। ইন্দ্রনীলকে ধন্যবাদ, ও এত দিনের মধ্যে শ্রীরাধাকে দিয়ে গানটি রেকর্ড করিয়েছে।’’ তার পরেই শ্রীরাধার কণ্ঠে ‘শান্তির দীপ এসো ঘরে ভরি’ গানটি বাজানো হয়। গম্ভীর চিন্তিত মুখে মঞ্চে বসে নিজের গান শোনেন মুখ্যমন্ত্রী। এ বার পুজোতেও শ্রীরাধার কণ্ঠে মমতার গানকে বিশ্ববাংলা পুরস্কার দেওয়া হয়। ইন্দ্রনীলের সঙ্গে ‘মঙ্গলদীপ জ্বেলে’, ‘বিশ্বপিতা তুমি হে প্রভু’— গান দু’টিতেও গলা মেলান মুখ্যমন্ত্রী।

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #Christmas Song, #Sriradha

আরো দেখুন