← খেলা বিভাগে ফিরে যান
গোয়ায় থামল বাগানের রথ, টানা আট ম্যাচ অপরাজেয় সবুজ-মেরুনের হার সাগরতীরে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: টানা আট ম্যাচ আইএসএলে অপ্রতিরোধ্য ছিল মোহনবাগান। শুক্রবার গোয়ার অ্যাওয়ে ম্যাচে এফসি গোয়ার কাছে আটকে গেল বাগান। ২-১ ফলাফলে সাগরতীরে ফেলে আসতে হল ৩ পয়েন্ট। যদিও ১২ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে লিগে টেবিলে এখনও সবার শীর্ষে মোহনবাগানই।
শুক্রবার গোয়ার হয়ে জোড়া গোল করেন ব্রাইসন ফের্নান্দেস। পেনাল্টি থেকে মোহনবাগানের একমাত্র গোলটি করেন দিমিত্রি পেত্রাতোস। এরপরই চোট পেয়ে উঠে যান পেত্রাতোস, দ্বিতীয়ার্ধের লম্বা সময় ধরে তাঁর অভাব চোখে পড়ল। বাগানের বিরুদ্ধে বোরহা এদিন অনবদ্য খেললেন। তাঁর বাড়ানো পাস থেকেই দু’টি গোল এসেছে। আজকের ম্যাচ জয় পেয়েও গোয়া রইল তৃতীয় স্থানে। দ্বিতীয়তেই থাকল বেঙ্গালুরু। শীর্ষস্থান এখনও বাগানের দখলে।