পাখির চোখ কর্মসংস্থানে, কী উদ্যোগ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পরিকাঠামো উন্নয়নের সঙ্গে সঙ্গে এবার উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর কর্মসংস্থানের বিষয়ে উদ্যোগ নিচ্ছে। মানবসম্পদ উন্নয়ন দপ্তর-সহ রাজ্য সরকারের একাধিক দপ্তরকে সঙ্গে নিয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার যুব সমাজকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে এই নয়া উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।
প্রায় ৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। জানুয়ারি থেকে এই নয়া প্রকল্পের প্রাথমিক পর্যায়ের কাজ শুরু হবে। খাদ্য প্রক্রিয়াকরণ, উত্তরের বিভিন্ন সম্পদ কাজে লাগিয়ে হস্তশিল্পজাত সামগ্রী তৈরি করা থেকে শুরু করে পর্যটন ব্যবসার মাধ্যমে যুবক-যুবতীদের অর্থ উপার্জনের রাস্তা খুলে দেওয়া হবে। বিভিন্ন জেলা প্রশাসনের থেকে বাছা করা যুবক-যুবতীদের সুযোগ দেওয়া হবে।
মন্ত্রী কথায়, আগামী দিনে এই নতুন প্রশিক্ষণ ব্যবস্থা যুব সমাজকে উপার্জনের নয়া দিশা দেখাবে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর ২০২৪-২৫ অর্থ বছরে মোট ৬৯৫টি প্রকল্প হাতে নিয়েছে। বিভিন্ন এলাকায় রাস্তাঘাট সংস্কার, সেতু নির্মাণ, সোলার লাইট স্থাপন, নালা সংস্কার ও নির্মাণের কাজ রয়েছে প্রকল্পগুলিতে। ৫৫০টি প্রকল্পের কাজ শেষ হয়েছে বা প্রায় শেষের মুখে রয়েছে। বাকি ১৪৫টি প্রকল্পের কাজ জানুয়ারিতে শুরু হবে। জানা গিয়েছে, যেসমস্ত সংস্থাকে কাজ দেওয়া হচ্ছে তাদের থেকে প্রাথমিকভাবে পাঁচ বছরের জন্য চুক্তি করা হচ্ছে। বলা হয়েছে কাজ করার পর ছোট বড় সংস্কার থেকে শুরু করে মেরামতির সমস্ত কাজ তাদের করে দিতে হবে। তাদের থেকে মোটা অঙ্কের টাকা রেখে দেওয়া হচ্ছে। যদি কোনও এজেন্সি চুক্তি ভঙ্গ করে তবে সেই টাকা কেটে দেওয়া হবে।