← রাজ্য বিভাগে ফিরে যান
সংসদে শীতকালীন অধিবেশনে কোন রেকর্ড করলেন ধনখড়? খোঁচা তৃণমূলের
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আঠারোতম লোকসভার শীতকালীন অধিবেশন শেষ হয়েছে। সদ্য সমাপ্ত এই অধিবেশনে ১৮ ডিসেম্বর পর্যন্ত রাজ্যসভা চলেছে সব মিলিয়ে ৪৩ ঘন্টা। তার মধ্যে বিল নিয়ে আলোচনায় ব্যয় হয়েছে দশ ঘন্টা সময়। সংবিধান নিয়ে বিতর্ক-আলোচনা চলছে সাড়ে সতেরো ঘন্টা। বাকি সাড়ে পনেরো ঘন্টার মধ্যে একাই সাড়ে চার ঘন্টা কথা বলেছেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। যা বাকি সময়ের প্রায় ত্রিশ শতাংশ। এ নিয়ে ধনখড়কে খোঁচা দিতে ছাড়েনি তৃণমূল।
তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনের প্রশ্ন, “জগদীপ ধনখড় কি নতুন রেকর্ড গড়েননি?”