← দেশ বিভাগে ফিরে যান
হট্টোগোলের মধ্যেই শেষ হয়ে গেল সংসদের শীতকালীন অধিনেশন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: হট্টোগোলের মধ্যেই শেষ হয়ে গেল সংসদের শীতকালীন অধিনেশন। পূর্ব ঘোষণামতোই এক দেশ, এক ভোট সংক্রান্ত দুটি বিল পাঠানো হল যৌথ সংসদীয় কমিটিতে।
শুক্রবার সকালেই অমিত শাহর ‘আম্বেদকর ফ্যাশন’ মন্তব্য নিয়ে দিল্লিতে বিক্ষোভ দেখানো শুরু করেন ইন্ডিয়া জোটের সাংসদরা। সংসদ চত্বরেও দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান তাঁরা। প্রত্যেক বিরোধী সাংসদের হাতে ছিল, ‘আই অ্যাম আম্বেদকর’ লেখা ব্যানার। পালটা সংসদ চত্বরে বিক্ষোভ দেখান বিজেপি সাংসদরাও। সরগরম পরিস্থিতির মধ্যেই অধিবেশন শুরুর পরই তা মূলতুবি করে দিতে হয়।