পর্যটক টানতে ঝাড়গ্রাম চিড়িয়াখানায় বাঘ-সিংহ আনার সিদ্ধান্ত
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক বা ঝাড়গ্রাম চিড়িয়াখানা। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে এই পার্কটিকে মাঝারি মাপের চিড়িয়াখানায় রূপান্তরিত করা হয়। তারপরেই একে একে বিভিন্ন ধরনের বন্য প্রাণী আনা হয়েছে এখানে। আর এবার এই ঝাড়গ্রাম চিড়িয়াখানায় পর্যটকদের টানতে আরও বেশ কিছু পদক্ষেপ করতে চলেছে কর্তৃপক্ষ।
এবার পার্কে আনা হচ্ছে বাঘ এবং সিংহ। কর্তৃপক্ষ মনে করছে, এরফলে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠবে ঝাড়গ্রাম চিরিয়াখানা। জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে আগে থেকেই রয়েছে বিভিন্ন ধরনের জীবজন্তু। তবে এতদিন সেখানে বাঘ ও সিংহ ছিল না। এবার এই পার্কে আনা হচ্ছে বাঘ ও সিংহ।
সম্প্রতি বন দপ্তরের পক্ষ থেকে ওই পার্কে ব্রাজিল ও আফ্রিকার টিয়া, ডুয়ার্সের লেপার্ড নিয়ে আসা হয়েছে। শাল ও পিয়াল গাছের মাঝে নতুন এনক্লোজারে দুটো সাদা কাকাতুয়া আনা হয়েছে। এরফলে ইতিমধ্যেই পার্কে পর্যটকদের ভিড় বাড়ছে। এবার বাঘ ও সিংহ এবং পাশাপাশি কুমির আনলে ভিড় আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, জঙ্গলমহল জুলজিক্যাল পার্ক ঝাড়গ্রামবাসীর কাছে ‘ডিয়ার পার্ক’ নামেই পরিচিত।