← দক্ষিণবঙ্গ বিভাগে ফিরে যান
উদ্বোধন হল পানিহাটি, দমদম উৎসব ও বইমেলার
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার উদ্বোধন হল পানিহাটি, দমদম উৎসব ও বইমেলার। অর্জুনপুর খেলার মাঠে শুরু হওয়া দমদম মেলা চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। দমদম ইন্দিরা ময়দানে শুরু হওয়া বই মেলা চলবে ২৯ ডিসেম্বর পর্যন্ত।
পানিহাটি পুরসভার অমরাবতী মাঠে শুরু হওয়া পানিহাটি উৎসব ও বইমেলা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়ক ও স্থানীয় পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলাররা উপস্থিত ছিলেন।