বিড়ির ওপর চাপানো জিএসটি কমানোর দাবিতে সরব তৃণমূল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জিএসটি’র সর্বোচ্চ হার ২৮ শতাংশই চাপানো হয়েছে বিড়ির ওপর। এবার এই জিএসটি কমানোর দাবি তুলল তৃণমূল কংগ্রেস। পরোক্ষে সেই দাবিকে সর্থন জানিয়েছে গেরুয়া শিবির ঘেঁষা সংগঠন স্বদেশি জাগরণ মঞ্চও। সংস্থার জাতীয় সহ-আহ্বায়ক অশ্বিনী মহাজনের মন্তব্য, জিএসটি’র সর্বোচ্চ হার ২৮ শতাংশই চাপানো হয়েছে বিড়ির ওপর। ধূমপান কমানোর লক্ষ্যে কেন্দ্র এই কর চাপিয়েছে। তবে বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থায় জোর দিতে হবে কেন্দ্রকে। বিড়ি শ্রমিক সংক্রান্ত এক সমীক্ষা ভিত্তিক পুস্তকে এই মত দিয়েছেন মহাজন।
শ্রমমন্ত্রকের তথ্য মোতাবেক, গোটা দেশে রেজিস্টার বিড়ি শ্রমিকের সংখ্যা ৪৯ লক্ষ ৮২ হাজার ২৯৪। দেশের ১৬টি রাজ্যে রয়েছে বিড়ি শ্রমিক। যার মধ্যে পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি। সরকারি তথ্য মোতাবেক সংখ্যাটি হল, ১৮ লক্ষ ২৯ হাজার ২০৩। দেশের মোট বিড়ি শ্রমিক সংখ্যার ৩৬.৭১ শতাংশই রয়েছে বাংলায়। যদিও বেসরকারি মতে, এই সংখ্যাটি অনেক বেশি বলেই তৃণমূলের দাবি। ‘অল ইন্ডিয়া বিড়ি ইন্ডাস্ট্রি ফেডারেশনে’র এক অনুষ্ঠানে হাজির হয়ে বাংলার শ্রমিকদের জন্য সরব হন খলিলুর রহমান, আবু তাহের খান, অসিত মাল, সৌগত রায়ের মতো তৃণমূলের সাংসদরা।