মোদীর সঙ্গে সাক্ষাৎ নয়, সদস্য সংগ্রহে ধাক্কা খেতেই কি প্রথা ভাঙল বঙ্গ BJP?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অধিবেশন চলাকালীন বাংলার গেরুয়া সাংসদেরা দল বেঁধে প্রধানমন্ত্রী মোদীর সাক্ষাৎপ্রার্থী হতেন। সাংগঠনিক বৈঠক করতেন। বিগত কয়েকটি অধিবেশনে বঙ্গ বিজেপি কার্যত এমন নিয়ম বানিয়ে ফেলেছিল। প্রথা ভাঙল এবার সংসদের সদ্য সমাপ্ত শীতকালীন অধিবেশনে। দলবদ্ধভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আর্জি জানাল না বঙ্গ বিজেপি।
অধিবেশন চলাকালীন অবশ্য সপরিবারে মোদীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। বঙ্গ বিজেপির সাংসদদের সঙ্গে বৈঠকের ব্যাপারে প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে কোনওরকম আবেদন জানানোই হয়নি বলে খবর। অন্দরের খবর, রাজ্যের বেহাল দলীয় সংগঠন নিয়ে মোদী সাক্ষাতে বেজায় অপ্রস্তুত পরিস্থিতিতে পড়তে হত বঙ্গ বিজেপির সাংসদদের। পাশাপাশি সদস্য সংগ্রহ অভিযান নিয়েও শুনতে হত ধমক। হয়ত সে’কারণেই আর বৈঠকের অনুরোধ করার ঝুঁকি নেননি বঙ্গের পদ্ম নেতারা।
বিজেপি সূত্রের খবর, শীতকালীন অধিবেশন চলাকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু উত্তর মেলেনি। ফলে বৈঠক হয়নি।