ভালো ও ব্যতিক্রমী কাজে মিলবে স্বীকৃতি, পঞ্চায়েতগুলোর মূল্যায়নের ব্যবস্থা আনছে দপ্তর
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সাধারণ মানুষের কথা মাথায় রেখে নিয়মিত কাজের পাশাপাশি একাধিক ব্যতিক্রমী ও নজিরবিহীন কর্মসূচি গ্রহণ করে পঞ্চায়েতগুলো। এতদিন এ ধরনের কাজের কোনওরকম মূল্যায়নের ব্যবস্থা ছিল না। ফলে ভালো কাজ করেও স্বীকৃতি পেত না পঞ্চায়েতগুলো। এবার বিশেষ গুরুত্ব দিল রাজ্য পঞ্চায়েত দপ্তর। সমস্ত কাজের সঠিক মূল্যায়ন হবে। পঞ্চায়েতগুলিকে ভালো কাজের জন্য শংসাপত্রও দেওয়া হবে।
কাজের মূল্যায়ন প্রক্রিয়া বিশ্লেষণ করে ও বিস্তারিতভাবে প্রত্যেক জেলা প্রশাসনকে চিঠি পাঠিয়েছেন পঞ্চায়েত সচিব পি উলগানাথন। বলা হয়েছে, প্রাথমিকভাবে পঞ্চায়েতগুলোর কাজের মূল্যায়ন করবে পঞ্চায়েত সমিতি। তার পর জেলা পরিষদ। মোট ১০ নম্বর ধার্য করা হবে। পঞ্চায়েতগুলোর তরফে নেওয়া উদ্যোগের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বিচার করা হবে। উদ্যোগ সংক্রান্ত সমস্ত তথ্য-সহ তার প্রাপ্ত নম্বর জেলা পরিষদ পাঠিয়ে দেবে পঞ্চায়েত দপ্তরে। উদ্যোগ কতজনের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে, তার ব্যাপ্তি ও গুরুত্ব বিচার করে তা পঞ্চায়েত দপ্তরের পোর্টালে তুলে দেওয়া হবে। অন্যান্য পঞ্চায়েতগুলো যাতে এই সমস্ত কাজকে মডেল হিসেবে সামনে রেখে যাতে এহেন উদ্যোগ নিতে উৎসাহিত হয়। সংশ্লিষ্ট পঞ্চায়েতকে রাজ্যের তরফে একটি শংসাপত্র দেওয়া হবে। পঞ্চায়েত সমিতি কোনও উদ্যোগ নিলে তার প্রাথমিক মূল্যায়ন করবে জেলা পরিষদ। জেলা পরিষদের ক্ষেত্রে এই দায়িত্ব থাকবে দপ্তরের উপর। ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে সম্পূর্ণ কাজটি করা হবে বলে জানিয়েছেন দপ্তরের এক আধিকারিক।
গ্রামোন্নয়ন প্রকল্পের ক্ষেত্রে রাজ্য যে সমস্ত উদ্যোগ নিচ্ছে, তার প্রচার চালানো নিয়ে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমে একটি মডিউল তৈরি হয়েছে। গ্রাম, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত, সবস্তরেই সমস্ত প্রকল্প নিয়ে প্রচার চালানো হয়। কোথায় কীভাবে প্রচারের কাজ চলে, সে বিষয়ে নির্দিষ্ট পোর্টালে তুলতে হবে। প্রচার সংক্রান্ত যাবতীয় বিষয়ে রাজ্যস্তর থেকে নজরে রাখা সম্ভব হবে। কবে প্রচার অভিযান হয়েছে, কাদের নিয়ে হয়েছে, কোনও স্কুল, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব বা স্বনির্ভর গোষ্ঠীকে সঙ্গে নিয়ে প্রচার চালানো হয়েছে কি না, তার ছবি-সহ তুলতে হবে নির্দিষ্ট পোর্টালে। সম্ভব হলে ভিডিওর লিঙ্কও তুলে দিতে হবে পোর্টালে। কোনও বিশিষ্ট ব্যক্তি প্রচারে অংশগ্রহণ করেছেন কি না তাও জানাতে হবে।