ভোট সংক্রান্ত নথি জনসমক্ষে নয়, বেনিয়ম ঢাকতেই কি তড়িঘড়ি নিয়ম বদল নির্বাচন কমিশনের?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার থেকে ভোট সংক্রান্ত নথি আর জনসমক্ষে আনবে না নির্বাচন কমিশন। নিয়ম বদলের বিজ্ঞপ্তি জারি করেছে কেন্দ্র। মোদী সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আদালত চাইলেও নির্বাচন কমিশনকে ভোট সংক্রান্ত সব নথি প্রকাশ্যে আনার নির্দেশ দিতে পারবে না।
হরিয়ানা ও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ভোটপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল কংগ্রেস। কংগ্রেসের অভিযোগ, ভোটার তালিকা থেকে ভোটগ্রহণের হার, প্রতিটি পর্যায়ে বেনিয়ম হচ্ছে। হরিয়ানার নির্বাচনী ফল প্রকাশের পর ভোট সংক্রান্ত নথি দেখতে চেয়ে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে মামলা হয়। ৯ ডিসেম্বর পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট নির্দেশ দেয়, হরিয়ানা নির্বাচনে বুথের ভিডিও, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ, বুথ থেকে প্রাপ্ত ভোটের হারের তথ্য মামলাকারীদের হাতে তুলে দিতে হবে। নির্বাচন কমিশনকে নথি তুলে দেওয়ার জন্য ৬ সপ্তাহ সময় দিয়েছিল হাইকোর্ট। ৬ সপ্তাহের মেয়াদ শেষের আগে আইন বদলে দিল মোদী সরকার।
কেন্দ্রীয় আইন মন্ত্রক বিজ্ঞপ্তি দিয়ে জানাল, ভোট সংক্রান্ত সব নথি আর জনসমক্ষে আনা হবে না। ১৯৬১ সালের নির্বাচনী বিধির ৯৩(২) ধারা অনুযায়ী, ভোট সংক্রান্ত সব নথি জনসমক্ষে আনতে বাধ্য থাকত নির্বাচন কমিশন। আইন বদলে কেন্দ্র জানাল, ভোটের নিয়ম সংক্রান্ত নথি এবার থেকে প্রকাশ্যে আনা হবে। নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত নথি আর প্রকাশ্যে আনা হবে না।
বিরোধীদের অভিযোগ, কেন্দ্র সরকার এবং নির্বাচন কমিশন ভোট প্রক্রিয়ায় স্বচ্ছ্বতা চাইছে না। তাই ভোট সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনতে আপত্তি। ভোট প্রক্রিয়ায় কি বেনিয়ম চলছে? তাই কি তথ্য প্রকাশ্যে আসা রুখতে নিয়ম বদল?