দুদিনে প্রায় ২কোটি ব্যবসা খাদানের, কী প্রতিক্রিয়া দেবের?
নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ২০ ডিসেম্বর, শুক্রবার মুক্তি পেয়েছে সুপারস্টার দেব ও যীশু সেনগুপ্তর অভিনীত খাদান। ছবির শো-এর সংখ্যা আগের থেকে অনেক বেড়েছে সঙ্গে দর্শকও ছবি দেখতে হলমুখী। সিটি, চিৎকার হাততালিতে ভরিয়ে দিল দর্শকরা।
দু’দিনে ছবিটি ২ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে, জানালো বিশেষ সূত্র। আজও শহরে খাদানের একাধিক শো হাউসফুল।
নিজের পোস্টে দেব লেখেন, ‘‘আমি দর্শকের প্রতি ভালবাসা এবং কৃতজ্ঞতা ব্যক্ত করার ভাষা হারিয়েছি। ‘চাঁদের পাহাড়’ এবং ‘অ্যামাজ়ন অভিযান’-এর পর ‘খাদান’ সে রকম প্রতিক্রিয়া পেয়েছে। যেখানে প্রথম দিনের তুলনায় দ্বিতীয় এবং তৃতীয় দিনের ব্যবসা বেশি। প্রত্যেক দিন নতুন নজির।’’ দেব আরও লেখেন, ‘‘কী ভাবে নিজের আবেগ ভাষায় প্রকাশ করব, তা জানি না। আমার দর্শকেরা খুশি, তাই আমিও খুশি।’’ এর সঙ্গেই দেব লেখেন, ‘‘শুধু আমি নই। ‘খাদান’-এর মাধ্যমে বাংলা ছবির প্রত্যাবর্তন হল।’’