রাজ্য বিভাগে ফিরে যান

CPI(M)-র অন্দরে দ্রোহের আগুন! পার্টিতে স্বৈরতন্ত্রের অভিযোগে সম্মেলেন থেকে নাম প্রত্যাহারের ধুম

December 22, 2024 | < 1 min read

CPI(M)-র অন্দরে দ্রোহের আগুন! পার্টিতে স্বৈরতন্ত্রের অভিযোগে সম্মেলেন থেকে নাম প্রত্যাহারের ধুম। ছবি সৌজন্যে: FB/CPIM

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জেলায় জেলায় সিপিএমের সম্মেলন চলছে। এই আবহে সিপিএমের অন্দরে কার্যত বিদ্রোহ চলছে বলে শোনা যাচ্ছে। পার্টিতে স্বৈরতন্ত্র চলছে, কোষাগারের টাকা নয়ছয় হচ্ছে, এমন অভিযোগ এনে দক্ষিণ ২৪ পরগনার জেলা কমিটি থেকে নাম তুলে নিল সিপিএমের এক তৃতীয়াংশ সদস্য। এমন ঘটনা নজিরবিহীন মানছেন দলের প্রবীণ নেতৃত্ব।

সিপিএমের দক্ষিণ ২৪ পরগনার ২৬তম জেলা সম্মেলন চলছে আমতলার সোনাঝুরিতে। সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থাৎ শনিবার জেলা কমিটিতে পেশ হওয়া প্রস্তাবিত সদস্য প্যানেল থেকে এক তৃতীয়াংশ সদস্য নিজেদের নাম প্রত্যাহার করে নেন। বিদায়ী কমিটির সম্পাদক রতন বাগচী নতুন কমিটির প্রস্তাব দিতেই উত্তেজনা ছড়ায়। সূত্রে খবর, বিদায়ী সম্পাদক ৬৫ জনের নাম প্রস্তাব করেন। এর মধ্যে ১৬ জন নাম প্রত্যাহার করে নিয়েছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত নেত্রী চন্দনা ঘোষ দস্তিদারের নাম রয়েছে নাম তুলে নেওয়ার তালিকায়। সুজন চক্রবর্তী ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত রাহুল ঘোষও নাম তুলে নিয়েছেন।

জানা যাচ্ছে, পার্টি সম্মেলনে নাকি তাঁরা জানিয়েছেন, অনেকেই দলের গঠনতন্ত্র মেনে চলছেন না। খেয়ালখুশি মতো দল চালাচ্ছেন। বিদ্রোহীদের আরও বিস্ফোরক দাবি, কেউ কেউ দলের কোষাগারের অর্থ আত্মসাতের মনোভাব নিয়ে দল চালাচ্ছেন। পার্টি কর্মীদের পাশে প্রয়োজনে দলীয় নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও জানাচ্ছেন বিক্ষুব্ধরা। প্রতিবাদ স্বরূপ রাহুল ঘোষ, চন্দনা ঘোষ দস্তিদার-সহ কমিটিতে পেশ হওয়া সদস্যদের এক তৃতীয়াংশ নিজেদের নাম প্রত্যাহার করে নেন বলে জানা যাচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cpim, #Cpim party office, #CPIM West Bengal

আরো দেখুন