রাজ্য বিভাগে ফিরে যান

এক ক্লিকেই মিলবে খাঁটি জয়নগরের মোয়া

December 22, 2024 | < 1 min read

জয়নগরের মোয়া

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এক ক্লিকেই মিলবে খাঁটি জয়নগরের মোয়া। ঘরে বসে বেছে নেওয়া যাবে মোয়া-মেনু। জয়নগর-বহড়ুর মোয়া ব‌্যবসায়ীরা http://www.joynagar.com চালু করেছেন। ওয়েবসাইটে গেলেই পছন্দসই মোয়া বেছে নেওয়া যাবে। গাড়ি ও বিমানে চেপে গোটা দেশের যেকোনও প্রান্ত পৌঁছে যাবে মোয়া। মোয়ার আয়ু মেরেকেটে সাতদিন, তার মধ্যে পৌঁছে যাবে গন্তব্যে।

চলতি বছরের শুরুতে এক সরকারি অনুষ্ঠানে মুখ‌্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ‌্যায় জানিয়েছিলেন, আড়াই কোটি টাকা দিয়ে মোয়া হাব তৈরি করছে রাজ্য। জয়নগর-মজিলপুর পুরসভার মাঠের পাশে সেই মোয়া হাবের বিল্ডিং তৈরি হয়েছে। ৪৯ লক্ষ টাকা ব‌্যয়ে বিল্ডিং তৈরির কাজ শেষ হয়েছে। এবার একে একে মেশিন আসবে। সেখান থেকেই হবে প‌্যাকেজিং। অত‌্যাধুনিক প‌্যাকেজিং এক মাস পর্যন্ত তাজা রাখবে মোয়াকে। জলের সংযোগও চলে এসেছে মোয়া হাবে। মোয়া হাব শুরু হলে এলাকার কর্মসংস্থানও বাড়বে। আশায় দিন গুনছেন জয়নগরবাসীরা।

TwitterFacebookWhatsAppEmailShare

#online, #Moya, #Joynagar, #Joynagar Moa

আরো দেখুন