দেশ বিভাগে ফিরে যান

সাধারণতন্ত্র দিবসে দিল্লির রাজপথে ফিরছে বাংলার ট্যাবলো, থিম রাজ্যের জনপ্রিয় প্রকল্প

December 23, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দীর্ঘদিন সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজেও বঞ্চনার শিকার হয়েছে বাংলা। ২০২৪ সালে কন্যাশ্রীকে বাদ দেওয়া হয়েছিল। ২০২৫ সালের ২৬ জানুয়ারি দিল্লির রাজপথে সাধারণতন্ত্র দিবসের প্যারেডে জায়গা করে নিল বাংলা। এবার আর বাদ দিতে পারল না, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের প্রকল্প বাংলার লোকপ্রসারকে স্বীকৃতি দিল মোদী সরকার। প্রতিরক্ষা মন্ত্রকের অনুমোদন মিলেছে। শনিবার কেন্দ্রের চিঠি পৌঁছেছে নবান্নে। সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে অংশ নিতে ট্যাবলো নির্মাণে ২৫ ডিসেম্বর থেকে রাষ্ট্রীয় রঙ্গশালায় কারিগর পাঠাতে বলা হয়েছে। লোকপ্রসারের মডেল দেখে নির্বাচক কমিটি মুগ্ধ হয়ে গিয়েছে।

৭৫ তম সাধারণতন্ত্র দিবসের সার্বিক থিম, ‘স্বর্ণিম ভারত: বিরাসত সে বিকাশ।’ স্বর্ণময় ভারতের ঐতিহ্য থেকে উন্নয়ন। রাজ্যগুলিকে মডেল তৈরি করে পাঠাতে বলেছিল প্রতিরক্ষা মন্ত্রক। ১১ নভেম্বর থেকে ছ’টি বৈঠক হয়েছে। সামান্য কিছু অদলবদল করে বাংলার লোকপ্রসারের মডেলে সায় দিয়েছে কেন্দ্র। বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্পের পুনরুজ্জীবনের লক্ষ্যে প্রান্তিক এলাকার প্রত্যেক লোকশিল্পীকে স্বীকৃতি ও অর্থনৈতিক দৃঢতা দেওয়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্য। এখনও পর্যন্ত রাজ্যের ১ লক্ষ ৮১ হাজার লোকশিল্পী বাংলার লোকপ্রসার প্রকল্পের অধীনে এসেছেন।

রাজ্যের উদ্যোগকে স্বীকৃতি দিচ্ছে কেন্দ্র। জানা গিয়েছে, জঙ্গলমহল ও টেরাকোটা মন্দিরের পশ্চাদপটে ছৌ এবং বাউলের পারফরম্যান্সে বাংলার মডেলকে সম্মতি দিয়েছে কেন্দ্র। ট্যাবলোর গাড়িতে থাকবে মডেল। কর্তব্যপথে লোকশিল্প প্রদর্শন চলবে, বাউল গান ও ছৌ নৃত্য হবে। যা দেখতে মুখিয়ে রয়েছে গোটা দেশ।

TwitterFacebookWhatsAppEmailShare

#Republic Day, #delhi, #republic day 2025, #West Bengal

আরো দেখুন