রাজ্য বিভাগে ফিরে যান

একের পর এক শিল্প বন্ধ হচ্ছে ডবল ইঞ্জিন রাজ্যে, শিল্প সংস্থার নিরিখে শীর্ষে বাংলা

December 23, 2024 | 2 min read

ছবি সৌজন্যে: Business Standard

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প অর্থাৎ এমএসএমই ক্ষেত্রে বাংলার স্থান শীর্ষেই। দীর্ঘদিন ধরে শিল্পসংস্থার সংখ্যার নিরিখে বাংলার স্থান এক বা দু’নম্বরে। নানান কারণে ছোট শিল্পক্ষেত্রে যেসব সংস্থা ঝাঁপ বন্ধ করে দিয়েছে, সে তালিকায় শীর্ষে মহারাষ্ট্র, গুজরাত ও উত্তরপ্রদেশের মতো বিজেপি-শাসিত রাজ্যগুলি। সেই তালিকায় বাংলা অনেক পিছনে। গত চার বছরে বন্ধ হয়েছে ৬০ হাজারের বেশি শিল্প সংস্থা।

বাংলার নীতি হল, ব্যবসায়ীদেরকেই ব্যবসা করতে হবে। সরকার কোনও হস্তক্ষেপ করবে না। ব্যবসার ক্ষেত্রে কোনও প্রশাসনিক জটিলতা দেখা দিলে তার মোকাবিলায় রাজ্য সাহায্য করবে। শিল্প সংস্থাগুলির ক্ষেত্রে বাড়তি সুযোগ পাইয়ে দেওয়া বা তাতে নাক গলানোর কোনও মানসিকতা রাজ্যের নেই। বাংলায় বড় শিল্পের ক্ষেত্রে কোনও আর্থিক সুবিধা বা ইনসেনটিভ স্কিম নেই। ছোট শিল্পের ক্ষেত্রে অবশ্য আর্থিক সুবিধা চালু আছে। ছোট শিল্প টিকিয়ে রাখতে অন্যান্য রাজ্য বিভিন্ন প্রকল্প চালু রেখেছে। তারপরেও সে সব রাজ্যে শিল্প গুটিয়ে ফেলার হার বাংলার চেয়ে অনেক বেশি।

ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের তথ্য বলছে, ২০২০ অর্থবর্ষ থেকে এমএসএমই গুটিয়ে ফেলার তালিকায় শীর্ষে মহারাষ্ট্র, ১৫ হাজারেরও বেশি শিল্পের ঝাঁপ বন্ধ হয়েছে। দ্বিতীয় স্থানে তামিলনাড়ু, সেখানে বন্ধ হয়ে যাওয়া শিল্পসংস্থার সংখ্যা প্রায় ৮ হাজার। গুজরাতে প্রায় ৬ হাজার শিল্প বন্ধ হয়েছে গত চারবছরে। রাজস্থানের সংখ্যা হাজার পাঁচেক। উত্তরপ্রদেশে চারবছরে ছোটশিল্প বন্ধ হয়েছে সাড়ে তিন হাজারের বেশি। বাংলার ক্ষেত্রে অনেক কম, দু’হাজার মাত্র।

অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে ছোট শিল্পের ঝাঁপ বন্ধের হার কম সম্পর্কে বণিকসভা মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডেপুটি ডিরেক্টর জেনারেল শুভাশিস রায়ের মতে, বাংলায় গত ৫০ বছরে বড় মাপের বিনিয়োগ আসেনি। ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পের হাত ধরেই বাংলার অর্থনৈতিক বুনিয়াদ গড়ে উঠেছে। বাংলার ভূমিপুত্ররাই এসব ব্যবসা চালাচ্ছেন। রাজ্য সরকারও এই শিল্পকে ধরে রাখতে আগ্রহী। তাঁর অভিজ্ঞতা, শিল্পক্ষেত্রে যেকোনও সমস্যায় প্রশাসনের দ্বারস্থ হলে তার সমাধান মেলে দ্রুত। সেই কারণেই বাংলায় ছোট শিল্পে নতুন লগ্নি আসে।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Bengal, #Industry, #investment, #industries

আরো দেখুন