পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ফের পাশ-ফেল প্রথা ফিরছে
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: পঞ্চম ও অষ্টম শ্রেণিতে ‘ফেল’ করার নীতি ফিরছে। মাঝে বেশ কয়েক বছর ধরে পাশফেল পদ্ধতি তুলে দেওয়া হয়েছিল। কিন্তু, এবার কেন্দ্র সেই অনুত্তীর্ণ পড়ুয়াদের ক্লাসে তুলে দেওয়ার পদ্ধতি বাতিল করে দিল। পঞ্চম ও অষ্টম শ্রেণিতে এবার কার্যত ছাঁকনির ব্যবস্থা করা হচ্ছে।
পঞ্চম ও অষ্টম শ্রেণির পরীক্ষা নেওয়া হবে স্কুলে। সেই পরীক্ষায় উর্ত্তীর্ণ হলে তবেই পরের ক্লাসে ওঠার সুযোগ পাবে পড়ুয়ারা। এতদিন পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের বার্ষিক পরীক্ষা নেওয়া হলেও পাশ-ফেলের বিষয় ছিল না। তবে এই ব্যবস্থার ফলে শিক্ষামন্ত্রক মনে করছে পড়ুয়ারা পড়াশুনোর প্রতি আগ্রহ হারাচ্ছে। যার জেরে শিক্ষা ব্যবস্থায় আনা হল বড়সড় সংশোধন। অতীতের ‘নো ডিটেনশন পলিসি’ তুলে দিয়ে কেন্দ্রের নয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বছর শেষের পরীক্ষায় পাশ করার পরই নতুন ক্লাসে ওঠার সুযোগ পাবে পঞ্চম ও অষ্টম শ্রেণির পড়ুয়ারা। যদি এই দুই ক্লাসে কোনও পড়ুয়া কোনও বিষয়ে ফেল করে, সেক্ষেত্রে দুই মাসের মধ্যে সেই বিষয়ে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হবে। সেখানেও ফেল করলে অনুর্ত্তীর্ণ হিসেবে ধরে নেওয়া হবে। ফলে আরও এক বছরের জন্য সেই ক্লাসেই থাকতে হবে পড়ুয়াকে।
কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় এবং সৈনিক স্কুলসহ কেন্দ্রীয় সরকারি ৩,০০০-এর বেশি স্কুলে এই ব্যবস্থা চালু হচ্ছে বলে শিক্ষামন্ত্রক জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষা যেহেতু সংবিধানের রাজ্য তালিকাভুক্ত বিষয়, সেহেতু রাজ্যগুলি এনিয়ে পৃথক সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। ইতিমধ্যেই ১৬টি রাজ্য ও দিল্লিসহ ২টি কেন্দ্রশাসিত এলাকা এই পদ্ধতি মানবে না বলে জানিয়েছে। হরিয়ানা ও পুদুচেরি এখনও সিদ্ধান্ত নেয়নি।