আম্বেদকরের অপমান, শাহের মন্তব্যের প্রতিবাদে আজ পথে তৃণমূল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বিআর আম্বেদকরকে অপমানের প্রতিবাদে আজ, সোমবার পথে নামছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের একটাই বার্তা, আম্বেদকরকে অপমান মানছি না, মানব না।
সংসদে দাঁড়িয়ে সংবিধান প্রণেতা বিআর আম্বেদকরকে অপমান করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী অমিত শাহ, এই অভিযোগ এনে অমিত শাহের বিরুদ্ধে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর নির্দেশ মতো আজ, সোমবার রাজ্যজুড়ে পথে নামছেন তৃণমূল কর্মীরা। সোমবার বেলা ২টো থেকে ৩টে পর্যন্ত রাজ্যের প্রতিটি ব্লকে এবং পুরসভায় প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। মমতার আহ্বান, “আসুন বাবাসাহেবের উত্তরাধিকার এবং আমাদের সংবিধানের মূল্যবোধ রক্ষা করার জন্য ঐক্যবদ্ধ হই।”
রাজ্যজুড়ে মিছিল, পথসভার আয়োজন করেছে তৃণমূল। সংবিধান প্রণেতা আম্বেদকরের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করবেন তৃণমূলের নেতা-কর্মীরা। তৃণমূলের অভিযোগ, বিজেপির নেতাদের ভাষাজ্ঞান নেই। ওরা বিভেদের রাজনীতি করে। মনীষীদের অসম্মান করে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙছে, বাবাসাহেবকে আক্রমণ করছে; বিজেপির রাজনীতি দেশের সংস্কৃতির পরিপন্থী। দেশের সকল মানুষকে বিজেপির বিরুদ্ধে কণ্ঠস্বর জোরালো করার আহ্বান জানাচ্ছে বাংলার শাসক দল।