আজ ৭ পৌষ, পাঁচ বছর পর পূর্বপল্লির মাঠে ফের ঐতিহ্যের পৌষমেলা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতির পর, প্রথম পৌষমেলা আয়োজিত হচ্ছে শান্তিনিকেতনে। আজ মেলার উদ্বোধন। পাঁচ বছর পরে শান্তিনিকেতনের পূর্বপল্লির মাঠে ফের সেই ঐতিহ্যের পৌষমেলার আয়োজন করছে বিশ্বভারতী। সোমবার মেলার উদ্বোধন। এবার থাকছে না বাংলাদেশের কোনও স্টল। নেপাল, ভুটান-সহ অন্য কোনও দেশের স্টলও থাকছে না। পর্যটকদের ভিড় উপচে পড়ছে। হোটেল, রিসর্ট, হোম-স্টেগুলিতেও তিল ধারণের জায়গা নেই।
২০১৯ সালের পর ফের ঐতিহ্যবাহী পৌষমেলার আয়োজন করেছে শান্তিনিকেতন ট্রাস্ট ও বিশ্বভারতী কর্তৃপক্ষ। পরিবেশ বান্ধব পৌষমেলা আয়োজনে বদ্ধপরিকর বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট। জেলা প্রশাসনের সঙ্গে চূড়ান্ত বৈঠকে হয়েছে।
রবিবার রাত নটায় গৌর প্রাঙ্গনে বৈতালিক ও শান্তিনিকেতন গৃহে সানাইয়ের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে শতাব্দী প্রাচীন শান্তিনিকেতনের পৌষ উৎসবের। প্রেসিডেন্সির সংশোধনাগারের আবাসিকদের বিশেষ অনুষ্ঠান রয়েছে। ২৬ ডিসেম্বর অভিনেত্রী অলকানন্দা রায়ের নেতৃত্বে তাঁরা পৌষমেলায় অনুষ্ঠান পরিবেশন করবেন।
২৮ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। জেলা পুলিশের পক্ষ থেকে প্রায় ৩০০ সিসিটিভির ঘেরাটোপে মুড়ে ফেলা হয়েছে মেলা এলাকা। উড়বে ড্রোন। কন্ট্রোল রুমে বসে নজরদারি করবেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। থাকছে ১২টি অ্যান্টি ক্রাইম টিম। সাদা পোশাকে পুলিশ ছাড়াও মহিলা পুলিশদের নজরদারি চলবে। সবমিলিয়ে প্রায় দুই হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবেন। ওয়াচ টাওয়ার থেকে শুরু করে দূর দূরান্তের পর্যটকদের স্বাচ্ছন্দে মেলা উপভোগ করার জন্য যাবতীয় বন্দোবস্ত করেছে জেলা প্রশাসন। মেলার চূড়ান্ত নকশা ও কিউআর কোড উদ্বোধন করবেন জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। পর্যটক-সহ মেলার আগত সকলেই অনলাইনে যেকোনও সমস্যায় অভিযোগ জমা করতে পারবেন।
বিশ্বভারতী সূত্রে খবর, এবারের মেলায় ১,৭০০ বেশি স্টল থাকছে। এছাড়াও প্লাস্টিক বর্জিত পরিবেশবান্ধব মেলা হবে। ঐতিহ্য এবং প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে মেলা প্রাঙ্গণ। ওয়ার্ল্ড হেরিটেজ সেলের তরফে থাকছে বিশেষ প্রদর্শনী। সেখানে শান্তিনিকেতনের বিশ্ব ঐতিহ্যক্ষেত্রের মধ্যে থাকা বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান চিত্র প্রদর্শনীতে তুলে ধরা হবে। থাকবে শান্তিনিকেতন আশ্রম সম্পর্কে বিশদ বিবরণ। ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম সাক্ষাতের শতবর্ষ উপলক্ষ্যে মেলায় বিশেষ প্রদর্শনী করছে রবীন্দ্রভবন। রবীন্দ্রনাথের চিন যাত্রার ১০০ বছর পূর্তি উপলক্ষ্যেও বিশ্বভারতীর চিনা ভবনের প্রদর্শনী থাকছে। শান্তিনিকেতন জুড়েই এখন সাজো সাজো রব। মেলার প্রস্তুতি এখন তুঙ্গে।